Friday 22 November 2013

১৩ - দফা দাবীতে দুর্গাপুর মহকুমার বাম গণ সংগঠনগুলির কনভেনশন ।

দুর্গাপুর , ২২শে নভেঃ : আজ দুর্গাপুরের সিটি সেন্টার সৃজনী হলে অনুষ্ঠিত হোল ১৩ - দফা দাবীতে দুর্গাপুর মহকুমার  বাম  গণ-সংগঠনগুলির  কনভেনশন ।রাজ্যস্তরে  ২৭টি বামপন্হী  গণসংগঠন  রাজ্যের মানুষের জলন্ত সমস্যার  সমাধানের জন্য  ১৩ - দফা দাবীর ভিত্তিতে সারা রাজ্য রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহন করেছে । রাজ্যস্তরের গৃহীত কর্মসূচীর ভিত্তিতে জেলা ও মহকুমা স্তরে কনভেনশনের মাধ্যমে রাজ্যের সর্বত্র ১৩-দফা দাবীতে জোরালো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে । আজ অনুষ্ঠিত হোল দুর্গাপুর মহকুমার কনভেনশন । উপচে-পরা সৃজনী হলের মেঝেতেও আজ পা ফেলার জো ছিল না । হলের ভীড় উপচে  বাইরে পৌঁছেছে । বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা আজকের পঃ বঙ্গ কিভাবে তৃণমূল সরকারের পরোক্ষে ইউপিএ সরকারের সাম্রাজ্যবাদ-ঘেঁষা উদার অর্থনৈতিক নীতিকে সমর্থন করছে এবং তারফলে জনজীবনে জীবন-জীবিকার উপর ভয়াবহ আঘাত নেমে এসেছে তা তুলে ধরেন । বক্তব্য রাখেন কমঃ আর সি সিং , রজত দত্ত , অনিত মল্লিক ও সিআইটিউ-র বর্ধামান জেলা কমিটির সম্পাদক কমঃ অজিত মুখার্জী । কনভেনশনের প্রধান বক্তা , সারা ভারত কৃষকসভার পঃ বঙ্গ প্রাদেশিক কমিটির সভাপতি কমরেড মদন ঘোষ বলেন যে আজকের পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী , পঃ বঙ্গ সহ সারা দেশে  উদার অর্থনৈতিক নীতিকে লাগু করার জন্য কংগ্রেস - এন ডি এ ও ইউপিএ সরকারের মন্ত্রী হিসাবে সক্রিয় ভূমিকা পালন করেছে ।  শুধু তাই নয় , আজ ভারতে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা করছে আরএসএস - বিজেপি । সেই শক্তির সাথেও হাত মিলানোর ঐতিহ্য আছে শ্রীমতি মমতা ব্যানার্জী । আজ পঃ বঙ্গে , তৃণমূল সরকারের মদতে কালোবাজারীদের মদত দেওয়ার জন্য বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম অভাব তৈরি করা হচ্ছে । পঃ বঙ্গের অর্থনীতিকে ভয়াবহ সংকটের দিকে টেনে নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জীর সরকার । রুটি-রুজির উপর এই ভয়ংকর আক্রমনের বিরুদ্ধে জাগ্রত জন-কন্ঠকে টুঁটি চিপে ধরার জন্য গনতন্ত্রের নিধন যজ্ঞ চলছে । বামপন্হীদের উপরে চলছে নৃশংস হামলা ।  এই অরাজকতা ও ভয়াবহ মূল্যবৃদ্ধি - বেকারত্ব - নারী লাঞ্ছনা - শিক্ষা ক্ষেত্রে সার্বিক নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ব্যপকতম  মানুষকে লড়াইয়ের ময়দানে সামিল করতে হবে । কমরেড মদন ঘোষ , রাজ্যস্তরে  ২৭টি বামপন্হী  গণসংগঠন  রাজ্যের মানুষের জলন্ত সমস্যার  সমাধানের জন্য  ১৩ - দফা দাবীর ভিত্তিতে সারা রাজ্য রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহন করেছে , তাকে সফল করার আহ্বান জানান । কনভেনশনে ১৩-দফার দাবীর সপক্ষে ও হাওড়ায় প্রবাদপ্রতিম কমিউনিষ্ট জননেতা কমরেড জ্যোতি বসুর ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের মুর্তিকে কালিমালিপ্ত করার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব  উথ্থাপন করেন যথাক্রমে  কমঃ রথীন রায় ও বিপ্রেন্দু চক্রবর্তী এবং কনভেনশন এই প্রস্তাব দুটিকে বিপুল সমর্থন জানায়।কনভেনশনের সভাপতিত্ব করেন গণ-আন্দোলনের প্রবীন নেতৃত্ব  কমরেড  রথীন রায় ।

                         

















No comments:

Post a Comment