Saturday 16 November 2013

হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়ন ( CITU ) উদযাপন করলো নভেম্বর বিপ্লব বার্ষিকী ।

দুর্গাপুর , ১৬ই নভেঃ : আজ  সন্ধ্যায়  , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়ন ( CITU ) পক্ষ থেকে উদযাপন করা হোল নভেম্বর বিপ্লব বার্ষিকী । এই উপলক্ষ্য ,  ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু - র বি . টি . রণদিভে ভবনে , " নভেম্বর বিপ্লবের আলোকে শ্রমিকশ্রেনীর বর্তমান দায়িত্ব ও কর্তব্য " - শীর্ষক আলোচনাসভায় আলোচক ছিলেন শ্রমিক নেতা কমঃ জীবন রায় । সভাপতিত্ব করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যকরী সভাপতি  কমঃ ব্রজমানিক চক্রবর্তী ।

     এর আগে , এক সাংবাদিক সন্মেলনের মধ্য দিয়ে  প্রকাশিত হয় ," ফরোয়ার্ড টুওয়ার্ডস ওয়ার্কিং ক্লাস ডেমোক্রাসী : অ্যাপ্রোচিং  টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরী মুভমেন্ট ফর ট্রেড ইউনিয়ন ইউনিটি ' নামে একটি বই । লেখক অল ইন্ডিয়া কোল ফেডারেশন ( CITU  )-র সাধারন সম্পাদক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ  কমঃ জীবন রায় । বইটি প্রকাশ করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( CITU ) সাধারন সম্পাদক  কমরেড পি কে দাস । বইটি প্রকাশ করে কমঃ দাস বলেন যে প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের ফলে সারা বিশ্ব জুড়ে বাড়ছে কর্মহীনতা ।বুর্জোয়াশ্রেনী এর ফায়দা তুলে  শ্রমিকশ্রেনীর মধ্যে দ্বন্ধের  সৃষ্টি করে  ট্রেড ইউনিয়ন ধ্বংস করতে চাইছে । কমরেড জীবন রায়ের বইটি এই পরিস্হিতে বিশ্ব  ট্রেড ইউনিয়ন আন্দোলনকে উপযুক্ত দিশা দেখাতে সাহায্য করবে । কমঃ জীবন রায় বলেন যে , দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে মানবিকতাবাদের নিদারুন অবনমন ঘটছে । ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সেই মানবিকতাবাদের পুনুরুথ্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে । এই বইটি , সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য মার্কস - এঙ্গেলস - লেনিন - স্তালিন ও কমঃ বি টি রণদিভে  ট্রেড ইউনিয়ন আন্দোলনকে যে পথনির্দেশ করেছেন , তার উপরে ভিত্তি করে লেখা হয়েছে এবং তিনি , আশাপ্রকাশ করেন গবেষনামূলক এই বইটি ট্রেড ইউনিয়ন আন্দোলনের কর্মীদের একবিংশ শতাব্দীর বাকী দিনগুলিতে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে -  মানবসমাজের  উন্নত মানবিকতাবাদে উত্তোরনে  দিশা দেখাতে সাহয্য করবে ।

             









No comments:

Post a Comment