Thursday 14 November 2013

অবিলম্বে সন্মানজনক বেতন-চুক্তি ফয়সালার দাবীতে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা SAIL ও RINL-এর শ্রমিক-কর্মচারী - ঠিকা শ্রমিকদের দেশজোড়া বিক্ষোভ ।

দুর্গাপুর , ১৪ই নভেঃ  :আজ , রাষ্ট্রায়ত্ত ইস্পাত-শ্রমিকদের সর্বভারতীয় সংগঠন SWFI ( স্টীল ওয়ার্কাস ফেডারেশন অফ ইন্ডিয়া )/ CITU  - এর ডাকে  SAIL-RINL-CMO-Mines  এর স্হায়ী ও ঠিকা  শ্রমিক-কর্মচারীরা , অবিলম্বে  NJCS-র মাধ্যমে  সন্মানজনক বেতন-চুক্তি  ফয়সালা , গ্র্যাচুইটির সিলিং ব্যতিরেক শতকরা হিসাবে পার্কস ,  ঠিকা  শ্রমিকদের VDA ও উপযুক্ত বেতনবৃদ্ধির দাবীতে দেশব্যাপী দাবী-ব্যাজ ধারন করে বিক্ষোভে প্রদর্শন করেন । পঃবঙ্গ - ঝাড়খণ্ড - ওরিষ্যা - অন্ধ্র  -তামিলনাড়ু - কর্নাটক - ছত্রিশগর  - মধ্য প্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে ছড়িয়ে আছে  SAIL ও RINL এর কারখানা  এবং খনিগুলি । প্রসংগত, রাষ্ট্রায়ত্ত  ইস্পাত শিল্পের কর্তৃপক্ষের টালবাহানায়  বিগত ২৩-মাস ধরে বকেয়া রয়েছে  নতুন বেতন-চুক্তি  । 

            দুর্গাপুর ইস্পাত কারখানায় ( DSP ) শ্রমিকরা SWFI - অনুমোদিত HSEU - র ডাকে ব্যাজ পরিধান করে  বিভাগীয় প্রধানদের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন । দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় ( ASP ) শ্রমিকরা ব্যাজ পরিধান করে বিক্ষোভ জানায় । 

No comments:

Post a Comment