Sunday 17 November 2013

শহীদদের রক্তে রাঙ্গানো দুর্গাপুর - শহীদ কমরেড সুকুমার ব্যানার্জী জন্মশতবার্ষিকী যুব - জাঠাকে উষ্ণ অভ্যর্থনা জানালো ।

দুর্গাপুর , ১৭ই নভেঃ : আশীষ - জব্বর সহ ৩২ জন শহীদদের রক্তে রাঙ্গানো দুর্গাপুর , শহীদ কমরেড সুকুমার ব্যানার্জী জন্মশতবার্ষিকী যুব - জাঠাকে উষ্ণ অভ্যর্থনা জানালো । ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ( ডিওয়াইএফআই ) বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে  ছাত্রনেতা ও বর্ধমান জেলার শ্রমিক আন্দোলনের প্রথম শহীদ কমরেড সুকুমার ব্যানার্জীর জন্মশতবার্ষিকী পালন ও তার মাধ্যমে সাম্রাজ্যবাদ-বিরোধী আন্দোলনকে জোরদার করার  আহ্বান জানিয়ে শহীদ সুকুমার ব্যানার্জীর শহীদবরনের দিন গত ১৫ই নভেঃ কাঁকসার কুলডিহা গ্রামের শহীদ সুকুমার ব্যানার্জীর পৈত্রিক ভিটা থেকে যুব - জাঠার সূচনা হয় । আগামী ১৮ই নভেঃ , ৭০ কিমি পথ অতিক্রম করে এই জাঠা রাণীগঞ্জের বল্লভপুর পেপার মিলের গেটে , যেখানে কমরেড সুকুমার ব্যানার্জী শহীদের মৃত্যুবরন করেছিলেন সেই জায়গায় পৌঁছালে , জাঠা শেষ হবে এবং আগামী ১৯শে নভেঃ  রাণীগঞ্জের পোষ্ট - অফিস ময়দানে এক বিশাল জনসভার মধ্য দিয়ে শহীদ কমরেড সুকুমার ব্যানার্জী জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে । গতকাল সন্ধ্যায় জাঠা দুর্গাপুরে পৌঁছায় । আজ সকালে , ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ( ডিওয়াইএফআই ) বর্ধমান জেলা কমিটির  সভাপতি ও সম্পাদক , কমঃ দেবানন্দ প্রসাদ ও উদয় রায়ের নেতৃত্বে  শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে জাঠা শুরু হয়ে সিটি সেন্টারের সেইল আবাসনের মৌলনা আজাদ মোড়ে পৌঁছালে , জাঠাকে বিপুল ভাবে সংবর্ধনা জানানো হয় শ্রমিক - কৃষক -  ছাত্র - যুব - মহিলা - অসংগঠিত শ্রমিক - সাংস্কৃতিক  সংগঠনের পক্ষ থেকে  উপস্হিত বিশাল জনতা । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , আল্পনা চৌধুরী , বাদল মজুমদার , অরুন চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী , অশোক চক্রবর্তী , বিজন জোয়ারদার , দীপক ঘোষ ,  শুভ্রা গাঙ্গুলী , অনিমা সাহা , একরাম মন্ডল , নাজিম মন্ডল সহ অন্যান্য গন - আন্দোলনের নেতৃবৃন্দ । উপস্হিত ছিলেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ( ডিওয়াইএফআই ) দুর্গাপুর ১এ জোনাল কমিটির সভাপতি ও সম্পাদক কমঃ সুমন্ত্র ব্যানার্জী ও সুদীপ্ত মাইতির নেতৃত্ব যুব - সদস্যরা । জাঠা - যাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়ন ( HSEU ) , CITU -র পক্ষ থেকে । এরপরে , যুব- জাঠাকে  নিয়ে বিশাল মিছিল ইস্পাতনগরীর  সেইল আবাসন , সি - জোন ও বি -জোনের বিভিন্ন পথ পরিক্রমা করে মেইন হাসপাতাল মোড়ে পৌঁছায় । পথে কবিগুরু , ভগৎ সিং মোড় ও চন্ডীদাস বাজার রোটারীতে জাঠা - মিছিলকে সংবর্ধনা দেওয়া হয় ।  জাঠা - মিছিল মেইন হাসপাতাল মোড়ে পৌঁছালে , সেখানে অপেক্ষমান বিশাল জমায়েত , গন - আন্দোলনের নেতৃত্ব কমঃ সুশান্ত ব্যানার্জী ও নির্মল ভট্টাচার্যের নেতৃত্বে জাঠা - যাত্রীদের সংবর্ধনা দেয় । এরপরে , জাঠা - মিছিল ইস্পাতনগরীর এ'জোনের বিভিন্ন পথ অতিক্রম করে প্রান্তিকায় পৌঁছায় এবং ইস্পাতনগরী ছেড়ে বেনাচিতির উদ্দেশ্যে  যাত্রা  করে ।  জাঠা - মিছিল ইস্পাতনগরী অতিক্রম করার সময়ে বহু মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে মিছিলকে উৎসাহিত করেন ।

                             































No comments:

Post a Comment