Saturday 5 April 2014

নারী-লাঞ্ছনার প্রতিবাদ করে রক্তাত হলেন সাংবাদিকরা ।

দুর্গাপুর , ২রা এপ্রিল : আজ , ইস্পাতনগরীর প্রান্তিকা বাসস্ট্যান্ডে নারী-লাঞ্ছনার প্রতিবাদ করে রক্তাত হলেন সাংবাদিকরা । ঘটনায় প্রকাশ যে স্হানীয়  টিভি চ্যানেলের জনৈক  সংবাদপাঠিকা  যখন মিনিবাসে উঠছিলেন , লক্ষ্য করেন যে  ঐ বাসের এক কর্মী মোবাইলে তাঁর ছবি তুলছে । তিনি প্রতিবাদ করলে , তাঁর প্রতি অশোভন আচরন করা হয় । এই খবর পেয়ে ,কয়েকজন  সাংবাদিক ঘটনাস্হলে  আসেন । তখন , কয়েকজন বাসকর্মী সাংবাদিকদের উপর  আক্রমন চালায় , বেধরক মারধোর করে ।  রক্তাত অবস্হায় , দুর্গাপুর মহকুমা হাসপাতালে , জখম সাংবাদিক ও চিত্র – গ্রাহক শ্রী দেবাশীষ পান্ডা , অর্পন চ্যাটার্জী ও বিপ্লব দাস কে ভর্তি করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন যে শ্রী দেবাশীষ পান্ডার নাঁকের হার ভেঙ্গেছে । পরে , পুলিশ অভিযুক্ত দুই বাসকর্মী দীপক দাস ও ডালিম খাঁ কে গ্রেফ্তার করে । খোদ  প্রান্তিকা পুলিশ ফাড়ির নাকের ডগায় মহিলা লাঞ্ছনা ও সাংবাদিক-নিগ্রহের ঘটনায় দুর্গাপুরবাসী বিশেষ করে মহিলাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে ।

 

No comments:

Post a Comment