Friday, 18 April 2014

বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ও আগামীকাল ( ১৯শে এপ্রিল ) কমঃ গৌতম দেবের জনসভার প্রচারে মিছিলে মিছিলে ছয়লাপ হোল ইস্পাতনগরী দুর্গাপুর ।

দুর্গাপুর , ১৮ই এপ্রিল : আজ , ইস্পাতনগরী দুর্গাপুর মিছিলনগরীতে পরিনত হোল । আগামীকাল ( ১৯শে এপ্রিল ) ইস্পাতনগরীর বি’জোনের  চণ্ডীদাস পূজো-ময়দানে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ গৌতম দেবের জনসভা । আগামীকালের সভা ও বামফ্রন্ট মনোনীত  সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে আজ , , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে ইস্পাতনগরীর বি’জোন , সি’জোন , সেপকো ও সিটি সেন্টারের সেইল সমবায় আবাসন অঞ্চলে মোট ৬টি মিছিল বেরোয় । মিছিলে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহন করেছেন ।




 

No comments:

Post a Comment