দুর্গাপুর , ২৬শে এপ্রিল : আজ সন্ধ্যায় , বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে
বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর বি-জোন , সেপকো ও সেইল
আবাসন অঞ্চলে ৫ টি পৃথক পথসভা অনুষ্ঠিত হল । নিউটন – ভারতী মোড় – কাশীরাম বস্তি – সেপকো
জলট্যাঙ্ক ও কবিগুরু মোড়ে এই পথসভাগুলিতে পথচারী ও স্হানীয় মানুষ দীর্ঘক্ষন ধরে বক্তব্য শোনেন ।
No comments:
Post a Comment