দুর্গাপুর , ১২ই এপ্রিল : আজ , ইস্পাতনগরীর বি’জোনের বি টি আর ভবনে , ভারতীয়
গণনাট্য সংঘের ইস্পাত শাখার উদ্যোগে পালিত হোল মৃত্যুঞ্জয়ী সফদার হাসমির ৬০-তম জন্মদিবস
। পালন করা হয় পথ-নাটক দিবস । এই উপলক্ষ্যে , গান পরিবেশন করে ভারতীয় গণনাট্য সংঘের
ইস্পাত শাখা । আবৃতি করেন বাচিক-শিল্পী শ্রী শ্যামল ব্যানার্জী ও “আমরা জেগে আছি “
নাটকটি অভিনিত হয় । অভিনয় করেন শ্রী সুজিত চৌধুরী , নয়না সাহা ও শংকর ঘোষ । বক্তব্য
রাখেন শ্রী অশোক দাস । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী আশীষতরু চক্রবর্তী ।
No comments:
Post a Comment