দুর্গাপুর , ২৫শে এপ্রিল : আজ সন্ধ্যায় , বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে
বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ সাইদুল হকের সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর সংলগ্ন জে সি বোস বস্তি
অঞ্চলে বিশাল মিছিল অনুষ্ঠিত হয় । পদযাত্রায় উল্লখযোগ্য সংখ্যায় মহিলা ও যুবকের সাথে
বহু ঠিকাশ্রমিক যোগদান করেন । নির্বাচনের প্রাক্কালে লালঝাণ্ডার বিশাল মিছিলে এলাকার মানুষের মধ্যে দারুন
উৎসাহের সঞ্চার করেছে ।
No comments:
Post a Comment