দুর্গাপুর , ৯ই এপ্রিল : মাঠে – ময়দানের লড়াইয়ে নিত্যসঙ্গী সাংসদ কমঃ সাইদুল হক দুর্গাপুরে কোন অপরিচিত মুখ নয় । ছোটখাটো
সদা হাস্যময় সাংসদ কমঃ শেখ সাইদুল হক ইতিমধ্যই দক্ষ সাংসদ হিসেবে পরিচিতি লাভ করেছেন
। পরিবর্তের জমানায় তৃণমূল সরকারের আমলে যখন দুর্গাপুরের শিল্পাঞ্চল ধুঁকছে ,তখন সংসদে
প্রবলভাবে সোচ্চার হয়েছেন কমঃ সাইদুল হক । দুর্গাপুরের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অধীনস্হ
রাষ্ট্রায়ত্ব শিল্পের বিষয়ে যখন রাজ্য সরকার মৌণীব্রত পালন করছে । এমএমসির পুনরুজ্জীবনের
প্রয়াস স্তদ্ধ । দুর্গাপুর ইস্পাত কারখানায় আধুনিকীকরন বাধাপ্রাপ্ত । এ্যালয় স্টীল
প্ল্যান্ট ও ডিভিসির অবস্হা তথৈবচ । রাজ্য সরকারে উদাসীনতা ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায়
যখন দুর্গাপুরের শিল্পাঞ্চলের নাভিশ্বাস উঠছে , তখন তৃণমূলী দুষ্কৃতিদের নেতৃত্বে চলেছে
সন্ত্রাস , শ্রমিক উচ্ছেদ , তোলাবাজি , ধর্ষন
, এমনকি সাংবাদিক নিগ্রহ ।হাজার হাজার শ্রমিক হয় কাজের জায়গা থেকে উছ্ছেদ হচ্ছেন অথবা
কারখানা বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন । নতুন কোন কারখানা আসেনি । এই অরাজকতার বিরুদ্ধে
আন্দোনরত দুর্গাপুরের পাশে দাঁড়িয়ে কমঃ সাইদুল হক যে সক্রিয়তা সাংসদ হিসেবে পরিচয় দিয়েছেন
, তা দুর্গাপুরের মানুষের মুখে ঘুরছে ।
আজ সকালে, ভারতের কমিউনিষ্ট পার্টি
( মার্কসবাদী )-র দুর্গাপুর ১বি জোনাল কমিটির উদ্যোগে পদযাত্রা শুরু হয় ইস্পাতনগরী সংলগ্ন ধোবীঘাট অঞ্চলে
। সেখানে কমঃ সাইদুল হক , সুশান্ত ব্যান্যার্জী , নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দের
সাথে পা মেলালেন অগনিত মহিলা , যুবক-যুবতী , কর্মহীন শ্রমিকরা । বিকেলে , পদযাত্রা রঘুনাথপুর থেকে শুরু হয়ে মধুপল্লী হয়ে কমলাইতলায়
যায় । সন্ধ্যায়,ভারতের কমিউনিষ্ট পার্টি (
মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে সিটি সেন্টারের সেইল কোঃ অপঃ এর কবিগুরু , ভগৎ সিং
মোড় ও চণ্ডীদাস রোডে বিশাল পথসভা হয় , মসজিদ-এ-মিল্লাতে সাক্ষাৎকার অনুষ্ঠানে ব্যপক
সমাগম হয় এবং শেষে বিশাল আকারের মিছিল চণ্ডীদাস
বাজার পরিক্রমা করে । ছিলেন কমঃ সাইদুল হক
, সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য
নেতৃবৃন্দ ।
No comments:
Post a Comment