Friday 5 December 2014

সেইলের বিলগ্নীকরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন ইস্পাত শ্রমিক – কর্মচারীরা ।

                                                              

দুর্গাপুর , ৫ই ডিসেঃ : কেন্দ্রের বিজেপি সরকারের তথাকথিত ‘ সু-দিনের ‘ টের পেতে শুরু করেছে দেশের মানুষ । সেই ‘ সু -দিনের ‘ স্বরূপ আরও প্রকাশ পেল “ নবরত্ন “ রাষ্ট্রায়ত্ব সংস্হা সমূহের অন্যতম রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইলের আরও ৫% শেয়ার বিক্রী করার স্বীদ্ধান্তের মধ্য দিয়ে । আজ থেকে  মোদি সরকার সেইলের ২০ কোটি শেয়ার বিক্রির শুরু করেছে । সেইলের অপরাধ ? গত আর্থিক বছরে সেইলের নীট মুনাফা আগের বছরের তুলনায় ২১% বেড়ে হয়ছে ২,৬১৬ কোটি টাকা । সরকারী কোষাগারে সেইল বিভিন্ন কর ও ডিউটি বাবদ জমা করেছে ১১,৫৬০ কোটি টাকা । সেইলের বিভিন্ন কারখানায় আধুনিকীকরণ ও সম্প্রসারন বাবদ সেইল  ৫৯,২৮৮ কোটি টাকা ব্যয় করছে । এইরকম একটি রত্নগর্ভা সরকারী সংস্হা যার প্রকৃত মালিক ভারতের জনগন , সেই সেইলের শেয়ার বিক্রী করে মোদি সরকার কত আয় করবে ? সরকারের হিসেবে মাত্র ১,৫০০ থেকে ১,৭০০ কোটি টাকা ! এই নির্জলা লুঠের বিরুদ্ধে আজ প্রবল বিক্ষোভ দেখিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক – কর্মচারীবৃন্দ । আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে  সিআইটিইউ , আইএনটিইউসি ও এআইটিইউসির যৌথ আহ্বানে সেইলের বিলগ্নীকরনের বিরুদ্ধে আয়োজিত এক বিশাল গেটসভায় বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে  কমঃ অরুন চৌধুরী , আইএনটিইউসি এর পক্ষে অসীম সাহা ও এআইটিইউসি এর পক্ষে আমীর হায়দার । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । মিশ্র ইস্পাত কারখানায় সিআইটিইউ এর নেতৃত্বে  শ্রমিকদের এক বিশাল মিছিল ১নং টাইম অফিস থেকে শুরু হয়ে জি এম অফিসে শেষ হয় । মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন কমঃ আর পি গাঙ্গুলী ও বিজয় সাহা । ইস্পাত শ্রমিকদের সর্বভারতীয় সংগঠন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন (সিআইটিইউ ) এর সাধারন সম্পাদক কমঃ পি কে দাস জানিয়েছেন যে সেইলের সর্বত্র বিলগ্নীকরনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে । সিআইটিইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের ডাকে ভাইজাগের রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হার আরআইএনএল -এ  বিলগ্নীকরনের বিরুদ্ধে গতকাল থেকে  শ্রমিকদের লাগাতার  বিক্ষোভ জমায়েত চলছে । শ্রমিকদের বিশাল মিছিলও সংগঠিত হয়ছে । 





No comments:

Post a Comment