Tuesday 30 December 2014

কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ডিএসপি স্কুলের ছাত্র-ছাত্রী – অভিভাবকদের বিশাল বিক্ষোভ ।

                                                                   

দুর্গাপুর , ৩০শে ডিসেঃ : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি এ  বিল্ডিং ) দুর্গাপুর ইস্পাত কারখানার শিক্ষা বিভাগের পক্ষ থেকে স্কুল স্হানান্তরের নামে ২টি মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক স্কুল ( আকবর রোড গার্লস ও বি’জোন বয়েজ মাল্টিপারপাস ) বন্ধ করে দেওয়া , একতরফা ভাবে স্কুলের ফী ৮২ গুন বৃদ্ধি এবং একটি নির্দিষ্ট দোকান থেকে  স্কুল ইউনিফর্ম কেনার নির্দেশের বিরুদ্ধে ডিএসপি স্কুলের ছাত্র-ছাত্রী – অভিভাবকরা এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )এর সদস্যরা তুমুল বিক্ষোভ দেখায় । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) সহ   ডিএসপি-র অন্যান্য স্বীকৃত ইউনিয়ন এর সাথে জেবিসি-তে কোন আলোচনা ছাড়াই , দুর্গাপুর ইস্পাত কারখানার শিক্ষা বিভাগের পক্ষ থেকে গত ১৫ই ডিসেঃ  একতরফা এক সার্কুলার জারী করলে , ইস্পাতনগরীতে ও সংলগ্ন অঞ্চলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে । দফায় দফায় ছাত্র-ছাত্রী – অভিভাবকদের  বিশাল বিক্ষোভ নগর প্রশাসনিক ভবনে ( টি এ  বিল্ডিং ) এ আছড়ে পড়ছে । আজকে বিক্ষোভ চলার সময় বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর পক্ষে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ও স্বপন মজুমদার । তারা বলেন যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর পক্ষ থেকে লাগাতারভাবে স্কুল সহ ইস্পাতনগরীতে বিভিন্ন পরিষেবা সংকোচন করার জন্য দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হচ্ছে । স্কুল-সংক্রান্ত দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন যে ডিএসপি স্কুলের ছাত্র-ছাত্রী – অভিভাবকদের দাবীগুলিকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) দৃঢ় ভাবে সমর্থন করে এবং তাদের লড়াই এর সাথে আছেন ।  অভিভাবকদের সংগঠনের পক্ষে শ্রী বিশ্বজিত নায়াক সহ অন্যান্য অভিভাবক ও ছাত্র-ছাত্রীরাও বক্তব্য রাখেন । সভাপতিত্ব করেন কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত । পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) ও অভিভাবকদের সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জিএম ( টিএস ) শ্রী কাঞ্চন নন্দীর কাছে স্মারকলিপি জমা করে অবিলম্বে স্কুল স্হানান্তরের নামে ২টি মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক স্কুল ( আকবর রোড গার্লস ও বি’জোন বয়েজ মাল্টিপারপাস ) বন্ধ করে দেওয়া , একতরফা ভাবে স্কুলের ফী ৮২ গুন বৃদ্ধি এবং একটি নির্দিষ্ট দোকান থেকে  স্কুল ইউনিফর্ম কেনার নির্দেশ প্রত্যাহারের দাবী জানায় । জিএম ( টিএস) দাবীগুলির নিষ্পত্তি করবেন বলে আশ্বাস দিয়েছেন বলে ইউনিয়ন এবং অভিভাবকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয় । 





No comments:

Post a Comment