Thursday 25 December 2014

প্রয়াত হলেন পার্টি সদস্যা কমরেড শোভা মৈত্র ।

                                                                  

দুর্গাপুর , ২৫শে ডিসেঃ : প্রয়াত হলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির অন্তর্গত ডিএস -২ আঞ্চলিক কমিটির পার্টি সদস্যা কমরেড শোভা মৈত্র । চিকিৎসাধীন অবস্হায় গতকাল সকালে মিশন হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বৎসর । অবিবাহিতা প্রয়াত কমরেড শোভা মৈত্র মৃত্যুকালে ভাই-বোন সহ অন্যান্য আত্মীয় –পরিজন রেখে গেছেন । আজ সকালে , ডিএস -২ আঞ্চলিক কমিটির দফ্তরে তাঁর মরদেহ নিয়ে আসা হলে রক্তপতাকায় আচ্ছাদিত করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য ও দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির আহ্বায়ক কমঃ সন্তোষ দেবরায় । মরদেহে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে মরদেহ নিয়ে যাওয়া হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের দফ্তর বি.টি.রণদিভে ভবনে । সেখানে মাল্যদান করেন কমঃ অরুন চৌধুরী , জীবন রায় , পি কে দাস , বাদল মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ।
সংক্ষিপ্ত জীবনী :১৯৪১ সালের ,২রা জানুঃ কমরেড শোভা মৈত্র জন্ম গ্রহন করেন । ১৯৫৯ সালে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানায় জোগদান করেন । ১৯৮৪ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) ওবি সদস্যা ছিলেন ও ডিএসপি কো-অপঃ ক্রেডিট সোসাইটির ডাইরেক্টর ছিলেন । সহজ ,সরল জীবনযাপনে অভ্যস্ত কমরেড শোভা মৈত্র তাঁর মিশুকে স্বভাব ও সুমধুর ব্যবহারের জন্য জনপ্রিয় ছিলেন । দুর্গাপুরের শ্রমিক,সমবায় , নারী ও গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত পরিচিত মুখ কমরেড শোভা মৈত্রের মৃত্যুতে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক কমঃ সন্তোষ দেবরায় গভীর শোক প্রকাশ করেছেন । 













No comments:

Post a Comment