Tuesday 23 December 2014

বিজেপির সু-দিনে লাটে উঠছে ডিএসপির স্কুল : রাজ্যের তৃণমূল সরকার নিশ্চুপ

                                                             

দুর্গাপুর , ২০শে ডিসেঃ : বিপন্ন হয়ে পড়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা (সংক্ষেপে ডিএসপি ) পরিচালিত প্রাথমিক ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি । ১৯৯০ এর দশকের গোড়ার দিক থেকে কংগ্রেস এর চালু করা নয়া অর্থনীতির কুফল ফলতে  শুরু করেছিল দুর্গাপুর ইস্পাত সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ব কারাখানায় । তার রেশে শুকিয়ে যেতে শুরু করে ডিএসপির স্কুলগুলি । দুর্গাপুর তো বটেই একসময়ে সারা রাজ্যের অন্যতম সেরা ছাত্র-ছাত্রীদের তৈরী করছে ডিএসপির স্কুলগুলি । ডিএসপির স্কুলগুলির থেকে পাশ করে হাজার হাজার কৃতি ছাত্র-ছাত্রী আজ ভারত সহ সারা পৃথিবীর বিভিন্ন স্হানে সুপ্রতিষ্ঠিত । রাষ্ট্রায়ত্ব সংস্হার আইনী ও সামাজিক দায়বদ্ধতার থেকে কেবলমাত্র কারাখানার শ্রমিকদের সন্তান-সন্ততি নয় , আশাপাশের গ্রামসহ সহ শিল্পাঞ্চলের বহু ছাত্রাত্রীদের স্কুলের ঠিকানা ছিল ডিএসপির স্কুলগুলি । পরে এই ব্যবস্হা ধীরে ধীরে তুলে দেওয়া হল । এই সবের মিলিত পরিনতিতে স্কুলগুলি ছাত্র-ছাত্রীর অভাবে বন্ধ হতে শুরু করে । পাল্লা দিয়ে ডিএসপি কর্তৃপক্ষ শিক্ষাখাতে ব্যয় ক্রমশঃ কমাতে শুরু করে । নতুন শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায় । কিছু প্যারা টিচার নিয়োগ করা হলেও , অত্যন্ত কম বেতনের জন্য অধিকাংশ প্যারা টিচাররা কাজ ছেড়ে অন্যত্র চলে যান । কয়েকজন প্যারা টিচারকে অন্যায়ভবে ছাঁটাই করে ডিএসপি কর্তৃপক্ষ । বাকী প্যারা টিচাররা আশংকার দোলাচলে দিন গুনছে । এই পরিস্হিতে ডিএসপি এর শিক্ষা বিভাগের সাম্প্রতিক একতরফা তুঘলকি সিদ্ধান্তে বিপদে পড়েছে ছাত্র-ছাত্রীরা । স্বীকৃতি প্রাপ্ত ইউনিয়নগুলির সাথে কোনরকম আলোচনা ছাড়াই একতরফাভাবে স্কুল এর ফী ৮২ গুন বৃদ্ধি করেছে । মাধ্যমিকে ২০১৪-১৫ সালে রেজিস্ট্রেশন হলেও , আকবর গার্লস স্কুলটি স্হানান্তরের নামে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়ছে বলে অভিযোগ । এবিষয়ে অভিভাবকরা স্হানীয় এডিআই এর কাছে অভিযোগ জানালেও , তিনি দায় এড়িয়ে যান । রাজ্য প্রশাসনের কাছে বিপন্ন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা প্রয়োজনীয় সাহায্যের জন্য ছুটে গেলেও এখন পর্যন্ত কোন সুরাহ হয়নি ।

 এই পরিস্হিতে , আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে ডিএসপি-র নগর প্রশাসনিক ভবন ( টি.এ.বিল্ডিং ) এ ডিএসপি-র এডুকেশন বিভাগে বিক্ষোভ-প্রদর্শন ও কর্তৃপক্ষের কাছে অবিলম্বে অস্বাভাবিক ফী বৃদ্ধি ও স্হানান্তরের নামে স্কুল তুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাহার এবং অবিলম্বে এই বিষয়ে জেবিসির সভা ডাকার দাবী জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় । আজকের বিক্ষোভে বিপুল সংখ্যায় ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ শিক্ষক-শিক্ষিকারা যোগদান করেন । বক্তব্য রাখেন কমঃ অরুন চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী ও ললিত মিশ্র । তারা বলেন যে ডিএসপি তে শিক্ষা সহ অন্যান্য নাগরিক পরিষেবা সংকোচনের বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ধারাবাহিক ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে । তাই , অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা ন্যায্য দাবী মেটা না পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন , তার পাশে দৃঢ় ভাবে সিআইটিইউ আছে বলে বক্তারা জানিয়েছেন । শিক্ষক সংগঠন ডিএসপিটিএ –র সম্পাদক শ্রী সুনীল হালদার এই আন্দোলনের পাশে শিক্ষক-শিক্ষিকাদের ও ডিএসপিটিএ –র  পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন । 


No comments:

Post a Comment