Monday 16 November 2015

আক্রান্ত গনতন্ত্র , আক্রান্ত জীবিকা – প্রতিরোধে চাই শক্তিশালী গণআন্দোলন : অচিন্ত্য মল্লিক

                                                 

দুর্গাপুর, ১৬ই নভেঃ : রাজ্যে গনতন্ত্র আক্রান্ত । গনতন্ত্র আক্রান্ত হলে মানুষের জীবন-জীবিকা নিশ্চিত থাকতে পারে না । এর প্রকৃষ্ট উদাহরন হল দুর্গাপুর । কেবল মাত্র দুর্গাপুর ইস্পাত কারখানায় বামপন্হী ট্রেড ইউনিয়ন করার অপরাধে ৩৫০০ এর বেশী ঠিকা শ্রমিক কে উচ্ছেদ করা হয়েছে । এমন কি নেপালের ভূমিকম্পে দূর্গতদের সাহায্যের জন্য ত্রান সংগ্রহ করতে গিয়ে গণআন্দোলনের নেতা-কর্মীদের রক্তাত হয়েছেন । গত সারে চার বছর ধরে আক্রান্ত ,রক্তাত দুর্গাপুর কখনও অত্যাচারের কাছে মাথা নত করে নি । গনতন্ত্র রক্ষা , মেহেনতী মানুষের জীবন-জীবিকার উপরে নেমে আসা ভয়াবহ আক্রমন ও সাম্প্রদায়িক শক্তির দাপাদাপির বিরুদ্ধে  আজ বর্ধমান জেলা সহ সমগ্র পঃ বঙ্গে গণ আন্দোলনের ব্যাপকতা যে অনেকটাই বেড়েছে , তার প্রমান হল নবান্ন-অভিযান ও ২রা সেপ্টেঃ রাজ্যে প্রায় সম্পূর্ন ধর্মঘট । আজ রাজ্যে ১১৩ টি গণসংগঠন কে নিয়ে গড়ে তোলা হয়েছে  ‘বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস অর্গানাইজেশন’ সংক্ষেপে বিপিএমও । বিপিএমও এর ডাকে  রাজ্যে প্রায় ৭৭০০০ বুথে জাঠা ১৫ দফা দাবীতে জাঠা চলছে । ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে আগামী ২১-২২ নভেঃ বিপিএমও এর ডাকে  জাঠা  হচ্ছে । যে সব মানুষের কাছে পৌঁছানো যায় নি , তাদের কাছে পৌঁছাতে হবে । আজ , ইস্পাতনগরীর বি-জোনে দেশবন্ধু ভবনে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বিপিএমও এর ডাকে এক ভীড়ে ঠাসা কনভেনশনে এই আহ্বান জানালেন বর্ধমান জেলার গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমঃ অচিন্ত্য মল্লিক । এর আগে , ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বিপিএমও এর আহ্বায়ক কমঃ বিশ্বরূপ ব্যানার্জী সংক্ষেপে কিভাবে ২১-২২ নভেঃ বিপিএমও এর ডাকে জাঠা সংগঠিত করার জন্য বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে সে বিষয়ে বক্তব্য রাখেন এবং ইস্পাত শিল্পে বোনাসের দাবীতে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ উদ্যোগে আগামী ৩রা ডিসেঃ দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় ধর্মঘটের আহ্বানের গুরুত্ব ব্যাখ্যা করে ১৫ দফা দাবীর সাথে স্হানীয় ৪-দফা দাবী যুক্ত করার কারন বিশ্লেষন করেন । গন আন্দোলনের নেতা কমঃ সন্তোষ দেবরায় জানান যে আগামী ২১-২২ নভেঃ জাঠা ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের ৩২ কিমি পথ অতিক্রম করবে । কিন্তু ইতিমধ্য জাঠাকে কেন্দ্র করে ব্যপক উ্দীপনা তৈরি হওয়া আরও জাঠা সংগঠিত করার প্রস্তুতি নেওয়া হয়ছে যা আরও ১০-১২ পথ অতিক্রম করবে ।কনভেনশনের শুরুতে প্যারিসে সন্ত্রাসবাদী হামলায় নিহতের স্মরণে নীরবতা পালন করা হয় । সভাপতিত্ব করেন কমঃ সন্তোষ দেবরায় ।






No comments:

Post a Comment