Saturday 21 November 2015

হেমন্তের বজ্র নির্ঘোষ : বিজরা–শোভাপুর গ্রামে বি.পি.এম.ও এর ডাকে পদযাত্রা ।


                                                                

 দুর্গাপুর , ২১শে নভেঃ : আজ বিকালে,বি.পি.এম.ও এর ডাকে পদযাত্রা শুরু হয়  ঐতিহাসিক কৃষক-আন্দোলনের পীঠস্হান বিজরা গ্রাম থেকে । শেষ হয় শোভাপুর গ্রামে । দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের বি.পি.এম.ও এর পক্ষ থেকে মুল ১৫ দফা দাবী সহ স্হানীয় আরও ৪ দফা দাবীতে আজ ও আগামীকাল ৫ টি জাঠা দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে সর্বমোট ২২ কিমি ও আগামী ২৯শে নভেঃ আরও একটি জাঠা ১০ কিমি পথ পরিক্রমা করবে ।
আজকের মিছিলে কৃষক-ক্ষেতমজুরদের সাথে শ্রমিকরাও যোগদান করেন । যুবক এবং মহিলাদের উপস্হিতিও  বিশেষ উল্ল্যখযোগ্য । যত সময় গড়ায় , মিছিলের পরিধি ততই স্ফীত হতে থাকে । অসহনীয় দমবন্ধ করা সন্ত্রাস , জীবিকার উপর নেমে আসা ভয়াবহ আক্রমন ,সাম্প্রদায়িকতার ভ্রুকুটির বিরুদ্ধে পদযাত্রার আওয়াজে পাড়ায় পাড়ায় মানুষে বেড়িয়ে আসেন । পদযাত্রা থেকে গতকাল নারায়নগড়ের বি.পি.এম.ও এর জাঠা এবং কমরেড সূর্যকান্ত মিশ্র , তরুন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর তৃণমূলীদের হামলা এবং আজ ময়ূরেশ্বর ও পিংলায় বি.পি.এম.ও এর জাঠা এবং কমরেড রামচন্দ্র ডোম ,ধীরেন লেট, অশোক রায় সহ নেতৃবৃন্দের উপর তৃণমূলীদের নৃশংস হামলার তীব্র ধিক্কার জানানো হয় ।অন্যান্যদের সাথে পদযাত্রায় পা মেলান গনআন্দোলনের নেতৃত্ব কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ ।







No comments:

Post a Comment