Monday 30 November 2015

ইস্পাতনগরীতে উদযাপিত হল প্রখ্যাত হিন্দী সাহিত্যিক ভীষ্ম সাহানীর জন্মশতবর্ষ ।


দুর্গাপুর , ৩০শে নভেঃ : গতকাল ,ইস্পাতনগরীর লালা লাজপৎ রায় রোডে  চিত্তব্রত মজুমদার ভবনে প্রখ্যাত হিন্দী সাহিত্যিক,নাট্যকার ও অভিনেতা ভীষ্ম সাহানীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে জনবাদী লেখক সংঘের বর্ধমান জেলা কমিটির আহ্বানে ও দুর্গাপুর প্রস্তুতি কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হল ,” ভীষ্ম সাহানী ও তার সাহিত্যের বর্তমান প্রাসঙ্গিকতা “ শীর্ষক আলোচনা সভা । শ্রী অরুন পান্ডে,শ্রীমতি রাজরানী শিশোদিয়া, দীনেশ ঝা,মানস মুখার্জী ও বিভূতি দাসমন্ডল কে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী আলোচনা সভা পরিচালনা করেন । সংগীত পরিবেশন করেন শ্রী সত্যপ্রকাশ কিশোরিয়া,বি.কে.মিশ্র ও মহঃ শাকীর । ভীষ্ম সাহানীর জীবন ও সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন বিখ্যাত হিন্দী সাহিত্যিক ও সমালোচক ডঃ দামোদর মিশ্র,অরুন পান্ডে,শ্রীমতি রাজরানী শিশোদিয়া,রামেশ্বর শর্মা,বিজয় ঠাকুর প্রমূখ সাহিত্যকবৃন্দ । এদিনের আলোচনা সভায় বিশেষ করে হিন্দী ও উর্দুভাষী লেখক-কবি-সাহিত্যিকদের উপস্হিতি ছিল বিশেষ লক্ষ্যনীয় ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনবাদী লেখক সংঘের বর্ধমান জেলা কমিটির সম্পাদক ডঃ সন্তরাম ।

No comments:

Post a Comment