Saturday 7 November 2015

ইস্পাতনগরীতে উদযাপিত হল নভেম্বর বিপ্লবের ৯৮-তম বার্ষিকী : সাম্প্রদায়িকতা ,মৌলবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল জুড়ে পথসভা ।



দুর্গাপুর ,২রা নভেঃ : আজ ইস্পাতনগরীতে উদযাপিত হল নভেম্বর বিপ্লবের ৯৮-তম বার্ষিকী । সকালে আশীষ-জব্বর ভবনে অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য ,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বিকালে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে সাম্প্রদায়িকতা ,মৌলবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল জুড়ে পথসভা হয় । পথসভা হয় এ’জোনের প্রান্তিকা সংলগ্ন লায়েন্স ক্লাবের মোড় , বি’জোনের চন্ডীদাস রোটারী,সেইল আবাসন অঞ্চলের কবিগুরু ( সেকেন্ড স্টপেজ) ও কমলপুর-রঘুনাথপুর-ধোবিঘাটের মধুপল্লীতে । 



No comments:

Post a Comment