Sunday 17 January 2016

আগামী ১৯শে জানুঃ ইস্পাতনগরীতে জনসভা ঘিরে মানুষের মধ্যে ব্যাপক সারা ।


দুর্গাপুর,১৭ই জানুঃ : আগামী ১৯শে জানুঃ বিকাল ৪-৩০ মিঃ ইস্পাতনগরীর চন্ডিদাস পূজা ময়দানে পার্টির পলিটব্যুরো সদস্য মহঃ সেলিমের জনসভা । এছাড়াও উপস্হিত থাকবেন কমঃ অমল হালদার , অচিন্ত্য মল্লিক সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ ।  এই জনসভাকে ঘিরে পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীতে প্রচার তুঙ্গে উঠেছে । পার্টি কর্মীরা বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন লিফলেট , হয়েছে অজস্র গ্রুপসভা ।ইস্পাতনগরীর মোড়ে মোড়ে এবং  বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় , ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা যাওয়ার রাস্তায় ও কারখানার ভিতরে বিভিন্ন জায়গায় জনসভার অজস্র প্রচারমূলক ফেষ্টুন ও পোষ্টার লাগানো হয়েছে । হয়েছে অসংখ্য দেওয়াল লিখন । ১৬ই জানুঃ থেকে ইস্পাতনগরী এবং সংলগ্ন বস্তি ও গ্রামাঞ্চলে মাইক নিয়ে প্রচার গাড়ী জনসভাকে সফল করার আবেদন জানিয়ে প্রচার চালাচ্ছে । চলবে ১৯শে জানুঃ দুপুর পর্যন্ত । ১৯শে জানুঃ জনসভাকে কেন্দ্র করে ,গত ১৪ই জানুঃ থেকে ১৬ই জানুঃ ইস্পাতনগরীর বিভিন্ন জায়গায় পথসভা করা হয়েছে । পথসভা হয়েছে চন্ডিদাস বাজার মোড়ে , সেকেন্ডারী (২য় বাস স্ট্যান্ড) ,ভারতী মোড়ে ও কবিগুরু (২য় বাস স্ট্যান্ড ) । এদিকে রাতের অন্ধকারে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা ভারতী মোড়ে জনসভার ফেষ্টুন ও পার্টি পতাকায় আগুন দেয় । তবুও প্ররোচনা উপেক্ষা করে পথসভা গুলিতে জনসমাগম প্রমান করছে  তৃণমূলের সন্ত্রাসে ভয় পাওয়ার দিন শেষ হয়ে আসছে ।
জনসভাকে সফল করার আহ্বান জানিয়ে আজ সকালে এক বিশাল সাইকেল মিছিল ইস্পাতনগরীর বি-জোনের তিলক ময়দান থেকে শুরু হয়ে বি-জোন ও এ-জোনের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে প্রায় ২০ কিমি পথ অতিক্রম করে এ-জোনের  আশীষ মার্কেটে  শেষ হয় । আগামীকাল ইস্পাতনগরীর  সেক্টর কমিটি গুলি জনসভাকে সফল করার আহ্বান জানিয়ে স্কোয়াড মিছিল করবে ।




No comments:

Post a Comment