Friday 8 January 2016

তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধে ইস্পাতনগরী সংলগ্ন জে.সি.বোস বস্তি অঞ্চলে তুমুল সংঘর্ষ ।

                                                                      

দুর্গাপুর ,৮ই জানুঃ : গতকাল রাত ১০টা নাগাদ এক সালিশী সভাকে কেন্দ্র করে ইস্পাতনগরী সংলগ্ন জে.সি.বোস বস্তি অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠির মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে । এলাকার মানুষের অভিযোগ যে আইনস্টাইন-জে.সি.বোস অঞ্চলের কাউন্সিলরের  সমর্থক ও তাঁর বিরোধী গোষ্ঠির মধ্যে এই সংঘর্ষে উভয়পক্ষই লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমন চালায় । উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে বলে সংবাদে প্রকাশ ।সংঘর্ষ চলাকালীন সময়ে তৃণমূলের দুটি অফিসে ভাঙ্গচূর হয় । সংঘর্ষের পরে পুলিশ এসে রাত্রিবেলায় নির্বিচারে ১৫-১৬ জন নিরীহ মানুষকে গ্রেফ্তার করে । একদিকে তৃণমূলের সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষ অন্যদিকে পুলিশের হাতে নিরীহ এলাকাবাসীর হয়রানি ,নির্বিচার গ্রেফ্তারে জে.সি.বোস বস্তি অঞ্চলে আতংকের পরিবেশ হয়েছে । আতংকে বহু মানুষ এলাকা ছাড়ছেন । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে, তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ কে ঘিরে এলাকায় আতংকের পরিবেশ তৈরি হওয়া এবং পুলিশের হাতে নিরীহ বস্তিবাসীদের হেনস্হা ও নির্বিচারে নিরীহ বস্তিবাসীদের গ্রেফ্তার করার কঠোর সমালোচনা করে অবিলম্বে দোষীদের গ্রেফ্তার করার দাবী জানান হয়েছে ।





No comments:

Post a Comment