Sunday 31 January 2016

ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও শহীদ আশীষ-জব্বরের আত্মদানের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে সারা বাংলা আমন্ত্রনমূলক দৌড় প্রতিযোগীতা ।

                                                                  

দুর্গাপুর,৩১ জানুঃ – আজ সকালে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল ঐতিহাসিক আগষ্ট আন্দোলন ও শহীদ আশীষ-জব্বরের আত্মদানের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে সারা বাংলা আমন্ত্রনমূলক দৌড় প্রতিযোগীতা । আয়োজক ঐতিহাসিক আগষ্ট আন্দোলন সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপক কমিটি । পুরুষদের ১৫ কিমি দৌড়ে অংশ ১০৬ জন ও মহিলাদের ৫ কিমি দৌড়ে ৩৫ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন ।ইস্পাতনগরীর এ-জোনের ঐতিহাসিক লাল ময়দান থেকে দৌড় শুরু হয়ে শেষ হয় বি-জোনের বি.টি.রণদিভে ভবনে । পুরুষ ও মহিলাদের মধ্যে বিজয়ী হয়েছেন যথাক্রমে হাফিজুল মন্ডল ও শ্যামলী সিং । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিখ্যাত ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার । এছাড়াও উপস্হিত ছিলেন বহু জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রাক্তন ক্রীড়াবিদ । শেষে বি.টি.রণদিভে ভবনে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রত্যেক প্রতিযোগীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে জ্যোতির্ময়ী শিকদারকে সম্বর্ধিত করেন হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) পক্ষে রথীন রায় ও বিশ্বরূপ ব্যানার্জী ।



No comments:

Post a Comment