Sunday 18 June 2017

ভারতীয় সমাজের মূল্যবোধের বিভিন্নতা বুঝতে মার্কসীয় বিশ্লেষনের প্রাসঙ্গিকতা অনিবার্য : নন্দিনী মুখার্জী



দুর্গাপুর , ১৮ই জুন : আজ ইস্পাতনগরীর লালা লাজপৎ রায় রোডে চিত্তব্রত মজুমদার ভবনে পার্টির ডি.এস ১এ লোক্যাল কমিটির উদ্যোগে আয়োজিত ‘ মার্কসীয় দৃষ্টিভঙ্গীতে সামাজিক মূল্যবোধ ‘ – শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে এ কথা বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপিকা নন্দিনী মুখার্জী । কার্ল মার্কসের দ্বিশততম জন্মদিবস ও নভেম্বর বিপ্লবের শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত  আলোচনা সভায় তিনি ছিলেন একমাত্র বক্তা । তিনি বলেন যে ভারতীয় ঐতিহাসিক ও প্রাক-ঐতিহাসিক পর্বের উপাদান পর্যালোচনা করলে দেখা যায় যে ভারতীয় সমাজের মূল্যবোধ কোন স্হিতিশীল বিষয় ছিল না । এমন কি বৈদিক যুগের শুরুতে পশুপালনকারী আর্যদের সাথে পরবর্তীকালের নদী-সভ্যতার কৃষিজীবি আর্যদের মূল্যবোধের পরিবর্তন ঘটে যায় । উদাহরন স্বরূপ সার্বজনীন যজ্ঞের বদলে ব্রাহ্মনের যজ্ঞের অধিকার সৃষ্টি হয় । আবার কেবল অধ্যাত্মবাদী দর্শন নয় বস্তুবাদী দৃষ্টিভঙ্গীর লোকায়ত দর্শনও ভারতীয় সমাজের মূল্যবোধ কে প্রভাবিত করেছে । বর্ণ-ব্যবস্হা ভারতীয় সমাজের মূল্যবোধ কে কেবল প্রভাবিত করেছে শুধু তাই নয় এই ব্যবস্হা  বিশ্বের অন্যান্য জায়গায় বিভিন্ন উথাল-পাতাল শ্রেনী-বিপ্লবের  মাধ্যমে সমাজ পরিবর্তনের জায়গায়  ভারতের সমাজ পরিবর্তনে আপাত শান্ত এক বৈশিষ্ট দান করেছে । কিন্তু বর্তমানে শাসক শ্রেনী ভারতের সমাজ ও মূল্যবোধের পরিবর্তন অস্বীকার করে এক কল্পিত মনগড়া মূল্যবোধের নামে সমাজ প্রগতির পথ রুদ্ধ করতে চাইছে ।

আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অভিজিত মিত্র ও স্বর্ণালী রায় এবং আগুনের দিনলিপি নাটক মঞ্চস্হ করে বার্ণপুরের গণসংস্কৃতি সংঘ । সূচানায় অধ্যাপিকা নন্দিনী মুখার্জী সহ সাংস্কৃতিক কর্মীদের সম্বর্ধনা ও স্মারক তুলে দেন রথীন রায় ,সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য ,সুবীর সেনগুপ্ত প্রমূখ ।










No comments:

Post a Comment