Friday 23 June 2017

কোয়ার্টার ও জমি লিজিং এবং নাগরিক পরিষেবার দাবীতে ডি.এস.পি-র সিইও দফ্তরে বিশাল জমায়েত ।



দুর্গাপুর ,২৩ জুন : আজ দুপুরে প্রচন্ড গরম উপেক্ষা করে দলে দলে শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা দুর্গাপুর ইস্পাত কারখানার সি.ই.ও দফ্তরে গণ-অবস্হানে যোগ দেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন ( বিএমএস ও তৃণমূল বাদে ) ,অ্যাসোসিয়েশন ও ফোরামের ‘ যুক্ত মঞ্চের’ পক্ষ থেকে কারখানার যে কোয়ার্টারে বসবাস করছেন,ইচ্ছুক প্রার্থীদের সেই  কোয়ার্টারের লীজ/লাইসেন্স এর সুযোগ , সেইলের অন্য প্ল্যান্টের মত গ্র্যাচুইটি থেকে কেটে নেওয়া বাড়ী ভাড়া বাবদ টাকা অবিলম্বে ফেরৎ ,লাইসেন্সিং কে লীজে পরিবর্তন , কোম্পানীর উদ্বৃত্ত জমিতে লীজের ভিত্তিতে জমির প্লট / গ্রুপ হাউসিং এর সুবিধা , ইস্পাতনগরীর জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী ব্যবস্হা সহ সামগ্রিক নাগরিক পরিষেবার আধুনিকীকরন ও কর্মরতদের জন্য আধুনিক টাউনশীপ গড়ে তোলার দাবীতে আজকের গণ-অবস্হানের ডাক দেওয়া হয় । এই দাবীতে বিগত বেশ কয়েক বছর ধরে ‘ যুক্ত মঞ্চের’ পক্ষ থেকে ধারাবাহিক ভাবে আন্দোলন জারী আছে । আংশিক দাবী আদায় হলেও অধিকাংশ  দাবীগুলি অযৌক্তিতত ভাবে মানা হচ্ছে না বলে , দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘ যুক্ত মঞ্চের ‘ নেতৃত্ব অভিযোগ করেছেন । তাই সমস্ত দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে , কর্তৃপক্ষ কে ‘ যুক্ত মঞ্চের ‘ নেতৃত্ব হুঁশিয়ারী জানান । একই সাথে আন্দোলনের সাথে যারা এখনও যুক্ত হননি,তাদের খোলা মনে এগিয়ে এসে যৌথ আন্দোলনে যুক্ত হওয়ার জন্য নেতৃত্ব আবেদন জানান । গণ-অবস্হানে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী , বিশ্বজিত বিশ্বাস , শম্ভূ প্রামানিক,সুব্রত ভট্টাচার্য,অশোক চক্রবর্তী , দুলাল চন্দ্র কয়াল ও স্বপন মুখার্জী । এছাড়াও বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি বলেন যে কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকার যে রাষ্ট্রায়ত্ব সংস্হা বিরোধী অবস্হান নিয়েছে তার ফলে দুর্গাপুর শিল্পাঞ্চল ধুঁকছে । একই কারনে বিপদাপন্ন  ইস্পাতনগরী । যদি অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারন অবিলম্বে না হয় তাহলে ইস্পাতনগরী কে ঘিরে যাবতীয় আন্দোলন বিফলে চলে যাবে । তাই কারখানা বাঁচানোর আন্দোলনও পাশাপাশি শক্তিশালী করতে হবে । মজবুত ও আরও প্রসারিত করতে হবে যৌথ আন্দোলন ।

অবস্হান চলাকালীন এক প্রতিনিধি দল গিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( পি অ্যান্ড এ ) এর কাছে গিয়ে দাবী সম্বলিত স্মারক লিপি জমা দেয় । ইডি ( পি অ্যান্ড এ ) এর পক্ষ থেকে অবিলম্বে সমস্যা সমাধানের জন্য বৈঠক ডাকার আশ্বাস মিলেছে বলে , ‘ যুক্ত মঞ্চের ‘ নেতৃত্ব জানিয়েছেন ।


No comments:

Post a Comment