Monday 5 June 2017

নবান্ন-অভিযানের প্রথম শহীদ সলিল বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও পুলিশের বর্বোরোচিত হামলার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।



দুর্গাপুর,৫ই জুন : আজ বিকালে নবান্ন-অভিযানের প্রথম শহীদ সলিল বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও পুলিশের বর্বোরোচিত হামলার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে  ইস্পাতনগরীতে দুটি মিছিল হয়।
বি-জোনের মিছিল বি.টি.রণদিভে ভবন থেকে শুরু হয় বিভিন্ন রাস্তা ঘুরে শেষ হয় বি.টি.রণদিভে ভবনে । সেইল সমবায় আবাসন অঞ্চলে অপর মিছিলটি হয় ।



আজ সকালে , জাতীয় কংগ্রেসের ও আই.এন.টি.ইউ.সি-র নেতা এবং দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর প্রয়াত বংশী কর্মকার এর প্রতি শ্রদ্ধা জানাতে ইস্পাতনগরীর জাতীয় কংগ্রেসের কার্যালয়ে গিয়ে তাঁর মরদেহে মাল্যদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির নেতৃবৃন্দ । মাল্যদান করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।


No comments:

Post a Comment