Monday 19 June 2017

প্রয়াত হলেন পার্টি সদস্য নানু গোপাল চন্দ ।



দুর্গাপুর , ১৯শে জুন : দীর্ঘ রোগভোগের পর গতকাল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হলেন পার্টি সদস্য নানু গোপাল চন্দ । আজ সকালে তাঁর মরদেহ প্রথমে তাঁর এডিশন রোডের বাসভবনে ও পরে  এডিশন সেক্টর অফিসে নিয়ে যাওয়া হয় । সেখানে বিপুল সংখ্যায় মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান । এরপরে ডি.এস-২ পার্টি অফিসে মরদেহ নিয়ে আসা হলে , পার্টি নেতৃত্বের পক্ষ থেকে মরদেহ রক্ত পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় । মরদেহে মাল্যদান করেন সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , বাদল মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ । প্রয়াত নানু গোপাল চন্দ এর ইচ্ছানুসারে তাঁর চক্ষু ও দেহ দান করা হয় । মৃত্যুকালে তাঁর স্ত্রী,কন্যা ও দুই পুত্র বর্তমান । পার্টির দুর্গাপুর ইস্পাত জোনালের পক্ষ থেকে তাঁর মৃ্ত্যুতে গভীর শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান হয়েছে ।

সংক্ষিপ্ত জীবনী : ১৯৪০ সালে ৩০শে মার্চ বর্ধমান জেলার ভাতারের বামুনাড়া গ্রামে তিনি জন্ম গ্রহন করেন । ১৯৬২ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসাবে কাজে যোগ দিয়ে ১৯৯৮ সালে অবসর গ্রহন করেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সাথে যুক্ত হয়ে শ্রমিক সংগঠনের কাজের সাথে যুক্ত থাকার সাথে সাথে সেক্টর ও সমবায় সংগঠনের সাথে যুক্ত ছিলেন । দীর্ঘ দিন ধরে এডিশন সেক্টর কমিটির আহ্বায়ক ছিলেন । ১৯৭৮ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । অনারম্বর জীবন-যাপন , পার্টির জন্য ত্যাগ স্বীকার ও অমায়িক ব্যবহারের জন্য এলাকার মানুষের একান্ত আপন জন হয়ে উঠেছিলেন  প্রয়াত পার্টি সদস্য নানু গোপাল চন্দ ।

No comments:

Post a Comment