Wednesday 2 May 2018

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল মে দিবস ।




দুর্গাপুর , ১লা মে : আজ সকাল থেকে  বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল মে দিবস । বিভিন্ন ইউনিয়ন দফ্তরে রক্ত পতাকা উত্তোলন শহিদ বেদিতে মাল্যদান  করা হয় । রক্ত পতাকা উত্তোলন করা হয় আশিষ-জব্বার ভবনে । মূল অনুষ্ঠান হয় আশিষ মার্কেটে । অনুষ্ঠান শুরুর আগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত ইস্পাত শ্রমিকদের একটি বিশাল বাইক মিছিল বি.টি.রণদিভে থেকে বেড়িয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে আশিষ মার্কেটে পৌঁছায় ।  রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীন শ্রমিক নেতা রথিন রায় ।এরপরে  বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বামপন্হি দল গুলির পক্ষ থেকে শহিদ বেদিতে মাল্যদান  করা হয়। জব্বার বাগেও  শহিদ বেদিতে মাল্যদান  করা হয় । বিকালে বি.টি.রনদিভে ভবনে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে আয়োজিত হয় ,’ ১লা মে ও আজকের ভারত ‘ – শীর্ষক আলোচনা সভায় বক্তা ছিলেন শ্রমিক নেতা জীবন রায় ও বিশিষ্ট প্রাবন্ধিক আজিজুল হক ।  বক্তারা বর্তমান বিশ্বে উদার অর্থনীতি এবং দেশে ও রাজ্যে অগনতান্ত্রিক শক্তি সাম্প্রদায়িক শক্তির দাপাদাপির নিগূঢ় সম্পর্ক বিশ্লেষন করে শ্রমিক শ্রেনীর নেতৃত্বে নব্য গনতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান । সভাপতিত্ব করেন রথিন রায় ।উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । ভীড়ে ঠাসা সভার শুরুতে সদ্য প্রয়াত পঃ বঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র ও ইস্পাত শ্রমিক সংগঠক সুবোধ দাসের স্মরনে নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয় ।





























No comments:

Post a Comment