Saturday 5 May 2018

ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি ।




দুর্গাপুর ,৫ই মার্চ : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান দার্শনিক কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি । সকালে আশিষ-জব্বার ভবনে কার্ল মার্কস এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে ‘কার্ল মার্কস এর প্রাসঙ্গিকতা ‘ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী । সভার শুরুতে পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত ও আহতদের সাহায্যার্থে জেলা সম্পাদকের হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেন দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষে সম্পাদক দীপক ঘোষ ।এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ও স্বপন ব্যানার্জী ।   উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় ,নির্মল ভট্টাচার্য,  সুবীর সেনগুপ্ত , পঙ্কজ রায় সরকার প্রমূখ ।
 সন্ধ্যায়  অপর একটি অনুষ্ঠানে , আশিষ মার্কেটে, দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্ল মার্কস এর দ্বিশত-তম জন্মবার্ষিকি পালন করে । অনুষ্ঠানে নাটক-সংগীত-আবৃতি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠি ও ব্যাক্তি । সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।












No comments:

Post a Comment