Sunday, 20 May 2018

দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর,১৯শে মে : আজ সকালে, ইস্পাতনগরীর বিধানভবনে দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠন – এক্স-এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোঃ অফ ডিএসপি এ্যান্ড সেইল এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় । অবসর জীবনের বিভিন্ন প্রতিকুল পরিস্হিতির মোকাবিলা , সিনিয়ার সিটিজেনদের স্বার্থবিরোধি নীতির বিরোধিতার সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের যৌথ শ্রমিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ   “অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত কারখানা- দুর্গাপুর বাঁচাও “ এর পাশে দাঁড়িয়ে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের চক্রান্তের বিরুদ্ধে এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত কারখানা আধুনিকিকরন-সম্প্রসারনের বিরুদ্ধে মহা সংগ্রামে সংগঠন নিয়েছে । অন্য দিকে মেডিক্লেম সহ অন্যান্য অবসরকালীন সুবিধা , ইস্পাতনগরী সহ পার্শ্ববর্তি অঞ্চলে বিভিন্ন পরিষেবা উন্নয়নের দাবিতে আন্দোলনে সংগঠন সামিল হয়েছে । ব্যাঙ্কের সঞ্চিত অর্থ নিয়ে ছিনিমিনি খেলার জন্য আনা কালা এফ.আর.ডি.আই বিলের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার জন্য সংগঠন সংগঠন সক্রিয় ভূমিকা পালন করছে।জনাকীর্ণ বিধানভবনে সংহতি জানিয়ে উপস্হিত ছিলেন বিভিন্ন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও অন্যান্য শিল্প সংস্হার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের সংগঠনের নেতৃবর্গ।সভায় সংগঠনের ৩৮ জনের কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডঃ নৃপেশ ভট্টাচার্য ও অশোক চক্রবর্তি ।







No comments:

Post a Comment