Thursday 3 May 2018

৩রা মে ঐতিহাসিক শ্রমিক সংহতি দিবস পালন করলেন অ্যালয় স্টিল কারখানার শ্রমিকরা ।




দুর্গাপুর,৩রা মে : অ্যালয় স্টিল কারখানার ঐতিহাসিক ৩রা মে শ্রমিক আন্দোলন ( ১৯৬৬ ) ৫২ বছর অতিক্রম করল । প্রতি বছর এই ঐতিহাসিক দিনটির স্মরণে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার পক্ষ থেকে  শ্রমিক সংহতি দিবস পালন করা হয় । এই উপলক্ষ্যে  সকাল বেলায় ইউনিয়ন দফ্তর ( ২/১ তিলক রোড ) থ্যালাসামিয়ায় আক্রন্ত শিশুদের জন্য  রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সহায়তা করে থ্যালাসামিয়া সোসাইটি,দুর্গাপুর ।  উদ্বোধন করেন   অ্যালয় স্টিল প্ল্যান্ট এর জি.এম ( সার্ভিস ) উজ্জ্বল কুমার ভৌমিক । শিবিরে উপস্হিত ছিলেন  রথিন রায় , জীবন রায়,অর্ধেন্দু দাক্ষি , গুরুপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ । মোট জন ৩০ নারী-পুরষ রক্তদান করেছেন । বিকালে ইউনিয়ন দফ্তরে শ্রমিক সংহতি রক্ষায় গণ কনভেনশনে বক্তব্য রাখেন  অর্ধেন্দু দাক্ষি, পি কে দাস,বিশ্বরূপ ব্যানার্জি , বিজয় সাহা,মলয় ভট্টাচার্য প্রমূখ । সভাপতিত্ব করেন রথিন রায় । আলোচনায় অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বিক্রির বিরুদ্ধে  শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য ইউনিয়নের নেতৃত্বদান এবং  ‘অ্যালয় স্টিল – দুর্গাপুর ইস্পাত – দুর্গাপুর বাঁচাও‘ যৌথ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অন্যবদ্য ভূমিকার কথা উঠে আসে ।  অর্ধেন্দু দাক্ষি এই প্রসঙ্গে নয়া উদার অর্থনীতিবাদের  বিরুদ্ধে সি.আই.টি.ইউ সহ বামপন্হিদের লড়াই কি ভাবে আজ  ভারতের প্রায় সমস্ত  শ্রমিক সংগঠনের সম্মিলিত সংগ্রামে পরিনত হল ,তা ব্যাখ্যা করেন ।











No comments:

Post a Comment