Sunday 27 May 2018

তুতিকোরিন হত্যালীলার বিচার চেয়ে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে প্রতিবাদ মিছিল-সভা ।




দুর্গাপুর,২৭শে মে : আজ বিকালে , শিল্পনগরী দুর্গাপুরের সিটি সেন্টারে  পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির আহ্বানে তামিলনাড়ুর তুতিকোরিনে বেদান্ত-স্টারলাইট গোষ্ঠির তামার কারখানার প্রাণঘাতী দূষনের বিরুদ্ধে পরিবেশ রক্ষার দাবীতে আন্দোলনরত মানুষের উপরে পুলিশের নির্বিচার গুলিবর্ষন ও সংগঠিত হত্যালীলার বিচার এবং সারা দেশে সরকারি মদতে ক্রমবর্ধমান পরিবেশ দূষনের প্রতিকার চেয়ে একটি মিছিল বিগ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে জাংসান মল পর্যন্ত যায় । সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । মিছিলে নেতৃত্ব দেন শ্রীকান্ত চ্যাটার্জী,কল্লোল ঘোষ,অরুন কিরন চ্যাটার্জী , রামপ্রনয় গাঙ্গুলি  প্রমূখ ।
এ দিন সকালে ইস্পাতনগরীর আশিষ মার্কেটে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আয়োজিত একটি প্রতিবাদ সভায় পেট্রো-পণ্যের লাগাম ছাড়া ও অযৌক্তিক দর বৃদ্ধির জন্য কেন্দ্রিয় সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য ও প্রকাশতরু চক্রবর্তি ।








No comments:

Post a Comment