Tuesday 30 April 2019

রক্তাত হয়েও মাথা উঁচু করে ইস্পাতনগরী তৃণমূলী ভোট-লুঠেরাদের পরাস্ত করল ।




দুর্গাপুর,৩০শে এপ্রিল :গত পুরসভা নির্বাচনে ভোট-লুঠের দগদগে স্মৃতি মনে রেখে ভোটের দিন সকাল থেকে ভোট-কেন্দ্র মুখী হয়েছিলেন ইস্পাতনগরী ও সংলগ্ন বস্তি ও গ্রামাঞ্চলের ভোটাররা । সকাল থেকে ভোট-কেন্দ্র গুলিতে ভোটারদের লম্বা লাইন তৃণমূল কে বুঝিয়ে দিচ্ছিল সন্ত্রাস কে পরাস্ত করে ভোটদানের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞ । ভোট দিতে মানুষ যে জোট বেঁধেছে এটা বুঝতে পেরে তৃণমূল ভোটের দিনের আগের থেকে সন্ত্রাস  শুরু করে । দয়ানন্দ রোডের  ডিএসপি স্পোর্টস হোস্টেলের চত্বরে বোমা ফাটায় । ভোটের আগের দিন(২৮শে এপ্রিল) সন্ধ্যায় তৃণমূলীরা কমলপুরে সিপিআই(এম) সমর্থকদের বাড়ী বাড়ী ঢুকে হামলা চালায় । খবর পেয়ে ছুটে যান এলাকার বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য । পুলিশ কে অভিযোগ জানালেও কেউ গ্রেফ্তার হয় নি । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে নিউটন-আইনস্টাইন ও জে.সি.বোস ঝুপড়ি অঞ্চলে টাকা-মদ ও নিষিদ্ধ মাদক বিলির । পুলিশের কাছে অভিযোগ জানিয়েও ফল মেলেনি । ভোটের দিন সকাল থেকে সিপিআই(এম) এর পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয় ।শিবাজী রোড -স্কুল রোড ও আইনস্টাইন রোড-বেলতলা স্কুলের বুথে হামলা হয় । কিন্তু ভয় না পেয়ে , সিপিআই(এম) এর পোলিং এজেন্টরা বুথ বসেন এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত থাকেন । এদিকে বুথে বুথে ভোটারদের বিশাল সারি দেখে তৃণমূল কংগ্রেস প্রমাদ গোনে । বেলা বারো টার পরের থেকে তৃণমূলের নেতা-নেত্রীরা এসইউভি চড়ে বিভিন্ন বুথে হামলা-হুমকি-মারধোর – অবৈধ জমায়েত  শুরু করে । সিপিআই(এম) এর পোলিং এজেন্ট সহ বুথ ক্যাম্পগুলি ছিল এই হামলা-হুমকির লক্ষ্য । এমনকি পোলিং এজেন্টদের বাড়ীতে হুমকি-শাসানি শুরু হয় । অশোক এভিন্যুর তিনটি বুথে পোলিং এজেন্টদের জোর করে বার করে দিলেও পরে  আবার তারা বসেন । পরে আবারও তাদের টেকনিক্যাল কারনে বার করে দেওয়া হয় । এছাড়া আর সব বুথে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত থাকেন,তৃণমূলের  ভোট-লুঠ ও জাল-ভোটের চেষ্টা রুখে দেন । এই রাগে তৃণমূলীরা ভোট-প্রক্রিয়ার শেষে বিধানচন্দ্র ইনস্টিউটের ১৩০ ও ১৩১ নং বুথের পোলিং এজেন্ট ভজন সিংহরায় ও কেষ্ট গুপ্তর উপর হামলা চালায় । গুরুতর আহত ভজন সিংহরায় কে দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালে ভর্তি করতে হয় । খবর পেয়ে ছুটে যান সুবীর সেনগুপ্ত ও বিশ্বরূপ ব্যানার্জী । আজকে দেখতে যান দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি নেতৃবৃন্দের পক্ষ থেকে এই আক্রমনের তীব্র নিন্দা করে অবিলম্বে দোষিদের গ্রেফ্তার ও শাস্তির দাবি জানান । তিনি জানান তৃণমূলের ভোট-লুঠের চেষ্টা রুখতে ১০০টি অভিযোগ নির্বাচন কমিশন কে করা হয়েছিল ।



No comments:

Post a Comment