Sunday 1 September 2019

যুদ্ধ ও সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি মিছিলে উত্তাল হয়ে উঠল ইস্পাতনগরী।




দুর্গাপুর , ১লা সেপ্টেঃ : ১লা সেপ্টেম্বর যুদ্ধ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটির ডাকে ইস্পাত নগরী কল্লোলিত হল মিছিলে ।ইস্পাত নগরী আশিস মার্কেট থেকে বিকালে যুদ্ধ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী মহমিছিলে শুরু হয় । মিছিল শুরুর আগে আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টা ও ভারত কে ক্রমান্বয়ে সেই প্রচেষ্টার অংশীদার করে তোলার জন্য এবং দেশ জুড়ে যুদ্ধের জিগীর ও পারমানবিক যুদ্ধের হুংকার দেওয়ার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে ও সাধারন মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে  শান্তির স্বপক্ষে আন্দোলন কে জোরদার করার  আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়। উপস্হিত ছিলেন গণআন্দোলনের বিশিষ্ট নেতৃবৃন্দ নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ। সুদৃশ্য ট্যাবলো - ফেস্টুন - ব্যানারে সুসজ্জিত  মহামিছিলে প্রান্তভাগে ছিল শিশু আর মহিলারা , যুদ্ধের বলি তারাই তো হয় সবচেয়ে বেশী ! ছিলেন বৃদ্ধ-আবাল বনিতা , শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত - ছাত্র-যুব-ব্যবসায়ী । বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের গান-আবৃতির ঐক্যতানে মুখর মিছিলে সামিল ছিলেন বামপন্হী দল ও গণসংঠনগুলির নেতৃত্ব-কর্মীবৃন্দ । মিছিল যত এগিয়েছে ,তত বেশী মানুষ মিছিলে যোগ দিয়েছেন।মিছিল শেষে নিউটন ময়দানে,মিছিলে  অংশগ্রহনকারীদের শপথ বাক্য পাঠ করান সন্তোষ দেবরায়। মিছিলে অংশগ্রহনকারীদের প্রতি অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।










No comments:

Post a Comment