দুর্গাপুর,১২ই ফেব্রুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজার মোড়ে এসএফআই-ডিওয়াইএফআই
এর উদ্যোগে সংবিধানের ধর্মনিরপেক্ষতা-গনতন্ত্র রক্ষা ও সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী সভায়
মূল বক্তা ছিলেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষ । উদ্যোক্তারা মিছিলের আয়োজন
করলেও মমতা ব্যানর্জীর মিছিলের অজুহাতে পুলিশের অনুমতি না মেলায় সেই মিছিল বাতিল করতে
হয় ।
মাথায় আঘাতের চিহ্ন এখন স্পষ্ট । তিনি
যখন বলতে উঠলেন উচ্ছ্বাস ছড়িয়ে পরে সভা এবং সভার বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য পথচারী-দোকানদার
সহ অপেক্ষমান জনতার মধ্যে । ঋজু বক্তব্যে ঐশি ঘোষ সরাসরি মোদি সরকারের ছাত্র-বিরোধী
অবস্হান তুলে ধরে ক্রমান্বয়ে শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমনো ও বেকারত্ব বৃদ্ধির
অভিযোগ তোলেন । তিনি বলেন যে কর্মসংস্হান বৃদ্ধি হার স্বাধীনতার পরে সবচেয়ে কম অথচ
বিজেপি সরকার দেশের সম্পদ,রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কর্পোরেট দের হাতে তুলে দিয়ে দেশের
তরুন-তরুনীদের কাজ পাওয়ার অধিকার কেড়ে নিতে
চাইছে । এর বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন কে মোদি-শাহ ‘টুকরে টুকরে গ্যাঙ্গ’ বা ‘দেশদ্রোহী’
বলে আখ্যা দিচ্ছেন ।দেশের সংকটাপন্ন অর্থনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ধামাচাপা দিতে
আরএসএস-বিজেপি-এবিভিপি একদিকে ধর্মীয় বিভাজন ও সেই লক্ষ্যে সিএএ-এনআরসি-এনপিআর এর প্রয়োগের
চেষ্টা অন্যদিকে হিংস্র শারীরিক আক্রমনের রাস্তা নিচ্ছে । এর বিরুদ্ধে দিল্লির নির্বাচনের
ফলাফল কে তিনি ‘চপেটাঘাত’ বলে উল্ল্যেখ করেন । অন্যদিকে রাজ্যের মমতা ব্যানার্জী সরকার
কে তুলোধনা করে বলেন গনতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমন চালিয়ে দিতে আরএসএস-বিজেপি-এবিভিপি
কে জায়গা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস । তিনি উভয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে
তোলার আহ্বান জানন ।
এর আগে বক্তব্য রাখতে দুর্গাপুর ( পূর্ব
) এর বিধায়ক সন্তোষ দেবরায় তীব্র কটাক্ষ করে বলেন যে রাজ্য সরকারী সংস্হা দুর্গাপর
কেমিক্যালসের শ্রমিকরা বেতন পাচ্ছেন না । রাজ্যের
মুখ্যমন্ত্রী-র সফর ঘিরে দুর্গাপুরে ‘কার্ফু’-র মত অবস্হা সৃষ্টি করা হয়েছে । কেন্দ্র
ও রাজ্য বাজেট হল বিজেপি ও তৃণমূলের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের দলিল ।
No comments:
Post a Comment