দুর্গাপুর,৫ই ফেব্রুঃ : জনবিরোধী কেন্দ্রিয়
বাজেট ও এলআইসি-র শেয়ার বিক্রির বিরোধীতায় নামল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন
( সি.আই.টি.ইউ ) । আজ সকালে ইউনিয়নের ডাকে জনবিরোধী কেন্দ্রিয় বাজেট ও এলআইসি-র শেয়ার
বিক্রির বিরোধীতায় দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা বিক্ষোভ দেখান
। দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ শেষে শ্রমিক জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি
ও প্রদ্যুত মুখার্জি ।


No comments:
Post a Comment