দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ দুপুরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ
) এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে বিক্ষোভ
সমাবেশে যোগ দিয়ে অবিলম্বে সেন্ট্রালাইজড পে-রোল সিস্টেম ( সি.পি.আর.এস ) চালুর চেষ্টা
বাতিল,অবিলম্বে কর্মরত ও অবসরপ্রাপ্ত সমস্ত ধরনের ইস্পাত শ্রমিক-আধিকারিক সহ সহযোগি
সংস্হার সমস্ত কর্মচারি-আধিকারিকদের বাড়ি-জমি লিজ-লাইসেন্সের প্রদান এবং ইস্পাতনগরীর
জল-সংকটের মোকাবিলায় দামোদর নদ ও তার ফিডার ক্যানেলের দ্রুত নাব্যতা বৃদ্ধির দাবিতে
ইডি( পি অ্যান্ড ) এর দফ্তরে স্মারক লিপি জমা দেন। জমায়েতে বক্তব্য রাখেন রঞ্জিত গুহঠাকুরতা,প্রকাশতরু
চক্রবর্তি,স্বপন মজুমদার,প্রদ্যুত মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি । বক্তারা সি.পি.আর.এস
চালু করার জন্য কর্তৃপক্ষের চেষ্টার তীব্র বিরোধিতা করেন । তাঁরা অভিযোগ করেন যে কর্তৃপক্ষ
একতরফা ভাবে সি.পি.আর.এস চালু করে অনলাইনের মারফত করার নামে শ্রমিকদের বেতন-ছুটি-পিএফ
সহ বিভিন্ন কাজ ভিলাই ইস্পাত কারখানায় স্হানান্তরিত করতে চাইছে । এর মাধ্যমে কর্তৃপক্ষ
পিছনের দরজা দিয়ে বায়োমেট্রিক হাজিরা লাগু করতে চাইছে যার বিরুদ্ধে ইউনিয়নের ডাকে শয়ে শয়ে শ্রমিক-কর্মচারি বিগত সাত মাস ধরে বায়োমেট্রিক
হাজিরা না দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন । অন্য দিকে এই ব্যবস্হা চালু হলে শ্রমিকরা বেতন-ছুটি-পিএফ
সহ বিভিন্ন কাজে হয়রানির শিকার হবেন তাই নয়,উপযুক্ত সংখ্যায় শ্রমিক না থাকলেও কারখানার
উৎপাদনের বজায় রাখার জন্য শ্রমিক-আধকারিকদের পারস্পরিক সহযোগিতার পরিবেশ বিঘ্নিত হবে
। তাই সি.পি.আর.এস চালুর চেষ্টা অবিলম্বে বাতিল
করতেই হবে । বাড়ি-জমি লিজ-লাইসেন্সের প্রদান এবং ইস্পাতনগরীর জল-সংকটের মোকাবিলায় দামোদর
নদ ও ফিডার ক্যানেলের দ্রুত নাব্যতা বৃদ্ধির জন্য বক্তারা জোড়ালো বক্তব্য রেখে বলেন
যে ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই বিষয়ে দাবি জানালেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে
না । অবিলম্বে দাবি না মানলে বক্তারা ইউনিয়নের পক্ষ থেকে কর্তৃপক্ষ কে তীব্র আন্দোলনের
হুঁশিয়ারি জানিয়ে অন্যান্য ইউনিয়নদের এই বিষয় গুলিতে যৌথ আন্দোলন গড়ে তোলার আবেদন জানান
।


No comments:
Post a Comment