দুর্গাপুর,২৫শে ফেব্রুঃ : ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত
১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজ সন্ধ্যায় ভারত স্বার্থ-বিরোধী মার্কিন রাষ্ট্রপতি
ট্রাম্পের সফরের বিরুদ্ধে ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনে দুটি পৃথক বিক্ষোভ মিছিল বের
হয় । এ-জোনের মিছিল আশিস মার্কেট থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে আবার আশিস মার্কেট
এসে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ প্রমুখ । বি-জোনের মিছিল
বি-জোন হেলথ সেন্টার থেকে বেরিয়ে চন্ডিদাস বাজার মোড়ে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন দুর্গাপুর (পূর্ব ) এর সি.পি.আই.(এম ) বিধায়ক সন্তোষ
দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি প্রমুখ । মিছিল শেষে সংক্ষিপ্ত ভাষনে বিধায়ক
সন্তোষ দেবরায় মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সফর কি ভাবে ভারতের অর্থনীতি-পররাষ্ট্র-সামাজিক
নীতির ক্ষেত্রে ভয়ংকর ক্ষতি ডেকে আনছে তা তুলে ধরে মোদি সরকার কে তুলোধোনা করেন । একই
সাথে সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী আন্দোলন কে দুর্বল করার লক্ষ্যে এই ফাঁকে দাঙ্গা ছড়িয়ে
দিল্লিতে সাম্প্রদায়িকতার আগুন ছড়ানোর অপচেষ্টার তিনি তীব্র সমালোচনা করে জনগন কে সতর্ক
থাকার আহ্বান জানান । এর পরে ট্রাম্পের কুশপুতুল
পোড়ান বিক্ষোভকারীরা ।


No comments:
Post a Comment