Sunday, 16 February 2020

বিভাজনের রাজনীতি রোখার ডাক দিয়ে সিএএ-এনআরসি-এনপিআর বিরুদ্ধে ইস্পাতনগরীতে সভা ।




দুর্গাপুর,১৬ই ফেব্রু : আজ বিকালে ইস্পাতনগরীর তিলক ময়দানে সিএএ-এনআরসি-এনপিআর বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হল । দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে এই সভার আয়োজন করা হয় । প্রধান বক্তা প্রণব চট্টোপাধ্যায় বলেন যে এই বিভাজনের নীতি যদি গোড়াতেই না রোখা যায় তাহলে তা কেবল হিন্দু মুসলমানেই থেমে থাকবে না। এর পর বাঙালি - বিহারি - মারাঠী - ওড়িয়া - পাঞ্জাবী - গুজরাটি পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেবে।পাহাড়ের মানুষ সমতলের, সমতল উপকূলের বিরুদ্ধে লড়বে।আন্তর্জাতিক স্তরে ভারত ধিক্কৃত হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে।তাই এদের বিরুদ্ধে লড়াই কেবল রাজনৈতিক, অর্থনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকতে পারে না। লড়াইকে এক ব্যাপক সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে আর তা করতে হবে মতাদর্শে বলীয়ান হয়ে।আজ গোটা দেশে প্রতিবাদ হচ্ছে। ছাত্র-যুবরা অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছে। শ্রমজীবী মানুষের শহর দুর্গাপুরের কাছে প্রত্যাশা অনেক।এ ছাড়াও বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ।
   সভা শেষে গতকাল বিধানসভায় সিপিআইএম বিধায়ক জাহানারা বেগমের বিরুদ্ধে তৃণমূলের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এক বিশাল মিছিল তিলক ময়দান থেকে চন্ডিদাস বাজারে যায় ।







No comments:

Post a Comment