দুর্গাপুর,২১শে ফেব্রুঃ :
আজ সকালে
প্রতি বছরের মত এবারও ইস্পাতনগরীর ভাষা শহিদ স্মারক উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উদযাপন কমিটির উদ্যোগে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । সকালে শহিদ বেদিতে মাল্যদানের
মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয় । এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । বিভিন্ন শিল্পী-গোষ্ঠি
পরিবেশন করেন নাচ-গান-আবৃতি-ছবি আঁকা । এসেছিলেন সাঁওতালি ভাষার গান শোনাতে ফুলমনি
মুর্মু,কাহারাম মু্র্মুর মত শিল্পীরা। প্রথম বার এসেছিলেন নবীন প্রজন্মের শিল্পী-শ্রোতা-দর্শক
প্রতীম চক্রবর্তি,অনিন্দিতা গড়াই মতো আরও অনেকে । “হিন্দি-হিন্দু-হিন্দুস্হান” – নামে
দেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য সংঘ-ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাতনগরীর ভাষা শহিদ স্মারক
উদ্যানে জনজোয়ারে নবীন প্রজন্মের ভীড় মাতৃভাষার মর্যাদা-বহুত্ববাদ রক্ষায় আগামী সংগ্রামের
কি ইঙ্গিত রেখে গেল ?
No comments:
Post a Comment