দুর্গাপুর,২৪শে ফেব্রু :
দুর্গাপুর
ইস্পাত ও ইস্পাতনগরী ভয়াবহ জল-সংকটের মুখে পড়তে চলেছে ? শীতের শেষ হতে না হতেই সেই
রকম ইঙ্গিত মিলেছে । ইস্পাতনগরীতে দিনে দু-বার এর পরিবর্তে একবার জল সরবরাহ । তাও পরিমিত
নয় । অনেক জায়গায় তাও ঠিকমত হচ্ছে না । জলের প্রেসার অনেক জায়গায় ঠিকমত না থাকায় অনেক জায়গায় দোতালা ঘরেও জল পৌঁছাছে না বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন
( সি.আই.টি.ইউ)-এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন । তিনি আরও অভিযোগ করেছেন
যে বিগত বেশ কয়েক বছর ইউনিয়ন ধারাবাহিক ভাবে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের কাছে দামোদর
নদ-ফিডার ক্যানেল-ক্যাচমেন্ট এরিয়ায় ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধির দাবি জানিয়ে এলেও
কর্তৃপক্ষ কর্ণপাত করে নি । একই ভাবে জল সরবরাহ ব্যবস্হার আধুনিকিকরন এর জন্য ব্যবস্হা
নেয় নি । এর ফলে আজ এই জল-সংকটে পড়তে চলেছে দুর্গাপুর ইস্পাত ও ইস্পাতনগরী । কারখানাতেও
জলের রেশনিং শুরু হয়েছে । তিনি এই জল-সংকটের
জন্য ডিভিসি-এডিডিএ-ডিএমসিরও তীব্র সমালোচনা করেছেন । আজ দুপুরে দুর্গাপুর ইস্পাতের
নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং )-এ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)
সহ অন্যান্য বাম গণ-সংগঠনের পক্ষ থেকে এক বিশাল জমায়েত থেকে জল-বিদ্যুৎ-হাসপাতাল পরিষেবার
বেহাল দশা থেকে অবিলম্বে মুক্তি এবং অবিলম্বে কোয়ার্টার-জমির দাবি ফয়সালার জন্য বিক্ষোভ
দেখানো হয়। এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারকলিপিও কর্তৃপক্ষের কাছে জমা করা হয় । জমায়েতে
বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য,শেলি মন্ডল,আশিসতরু চক্রবর্তি,প্রকাশতরু চক্রবর্তি,আশিস মিশ্র,সীমান্ত তরফদার,বিবেক সাহা ও বিশ্বরূপ ব্যানার্জি ।
এ দিকে কোয়ার্টার-জমির লিজ-লাইসেন্সের দাবিতে নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং
)-এ দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্তদের লাগাতার ধর্ণা আজ
২০-দিনে পড়ল । গত ২২ ফেব্রুঃ কর্তৃপক্ষ ও ইউনিয়ন সমূহের এই বিষয়ে বৈঠক ভেস্তে গেছে
। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) )-এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি
এই বিষয়ে সমস্ত ইউনিয়ন কে দায়িত্ব সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ।
No comments:
Post a Comment