Wednesday 22 July 2020

লিজ-লাইসেন্সিং সহ ইস্পাতনগরীর নাগরিক পরিষেবার একাধিক বিষয়ে সিআইটিইউ এর জোরালো দাবি,ডেপুটেশন ।


CITU meet in city from Jan 23 to 27 - DTNext.in

দুর্গাপুর,২২শে জুলাই : আজ বিকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর এক প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবন ( টি.এ. বিল্ডিং )-এ জিএম ( টিএস) এর  কাছে ডেপুটেশনে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে লিজ-লাইসেন্সিং সহ ইস্পাতনগরীর নাগরিক পরিষেবার একাধিক বিষয়ে জোরালো দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,মলয় ভট্টাচার্য, সীমান্ত চ্যাটার্জি,স্বপন মজুমদার প্রমুখ । জিএম ( টিএস) ছাড়াও উপস্হিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনের একাধিক পদস্হ আধিকারিক ।
সিআইটিইউ এর পক্ষ থেকে অবিলম্বে ইস্পাত ও সহযোগি সংস্হার শ্রমিক-আধিকারিকদের ( কর্মরত ও অবসরপ্রাপ্ত ) জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সের পাশাপাশি লাইসেন্সিং কোয়ার্টার কে লিজে পরিনত করার দাবি জানানো হয় । অন্যদিকে লাইসেন্সিং কোয়ার্টারের সমস্যা ও কোয়ার্টারে বসবাসরত অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে । অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার বেহাত জমি উদ্ধার, ইস্পাতনগরীর বেআইনি নির্মান ও খাটাল বন্ধ,পরে থাকা স্কুল বিল্ডিং ও অন্যান্য বিল্ডিং এর লিজ-লাইসেন্সে এবং কুমারমঙ্গলম পার্কের অচলাবস্হা কাটানোর দাবি জানানো হয় । নিয়মিত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রাংশ, বিদ্যুৎ সরবরাহকারি তারের রক্ষনাবেক্ষন ও গাছের ডাল ছাঁটাই,রোড ও স্ট্রিট লাইট অবিলম্বে লাগানো,  নিয়মিত মিটার রিডিং ও বেআইনি বিদ্যুৎ সংযোগ বন্ধ করার দাবি জানানো হয়। দুই বেলায় নিয়মিত জল সরবরাহ ও ফিডার ক্যানেল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার জল সরবরাহের উৎসমূখে নিয়মিত পরিষ্কার ও জল সরবরাহ ব্যবস্হা মসৃন করার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগের দাবি জানানো হয় । বাড়ির ছাদ ও অন্যান্য মেরামতি,রাস্তা সারাই,জঙ্গল সাফাই এর সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার জনস্বাস্হ্য দফ্তর এর দক্ষতা বৃদ্ধি করে ইস্পাতনগরীতে রোগ প্রতিরোধ ও মশা-মাছি- সাপের উপদ্রব বন্ধ করার জন্য  বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছড়ানোর দাবি জানানো হয় । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে আগে নগর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মেরামতির বিষয়ে ইউনিয়ন গুলি কে আগাম খবর দেওয়া হত । ইস্পাতনগরী বাসিন্দাদের স্বার্থে এই ব্যবস্হা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে । তিনি আরও জানিয়েছেন যে কর্তৃপক্ষ দাবি গুলির যৌক্তিকতা স্বীকার করে অবিলম্বে ব্যবস্হা গ্রহনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ইউনিয়ন গুলি কে জানাবার আশ্বস দিয়েছে । আজ এই দাবি গুলিতে ইউনিয়ন এর পক্ষ থেকে টি.এ. বিল্ডিং এ বিক্ষোভ সমাবেশ এর ডাক দেওয়া হয়েছিল । কিন্তু টি.এ. বিল্ডিং সহ সামগ্রিক করোনা পরিস্হিতির কথা ভেবে ইউনিয়ন এর পক্ষ থেকে আজকের বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয় বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন ।


No comments:

Post a Comment