Monday 6 July 2020

রাস্তা না পুকুর ? – রাস্তা সংস্কারের এর দাবিতে দুর্গাপুরে অবরোধ-আন্দোলন চলছে ।




দুর্গাপুর,৬ই জুলাই : গতকালের পর আজও রাস্তা সংস্কারের এর দাবিতে দুর্গাপুরে অবরোধ-আন্দোলন জারি থাকল । ডিপিএল থেকে এমএএমসি যাওয়ার রাস্তা লেনিন সরনী । শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার দু-পাশে আছে ২০টি কারখানা । স্বাভাবিক কারনে এই রাস্তায় ভারী যান বেশী চলাচল করে । কিন্তু বার বার অভিযোগ জানালেও দীর্ঘ দিন ধরে সেই রাস্তা সংস্কারের কোন রকম উদ্যোগ তৃণমূল-পরিচালিত পুরসভা নিচ্ছে না বলে অভিযোগ করেছে সিআইটিইউ । কারখানার শ্রমিকদের যাতায়াতের সময় হামেশাই দুর্ঘটনা লেগে আছে । পরিবহন শ্রমিকরাও যানবাহনের ক্ষতির অভিযোগ করছেন । বিপদে পড়েছেন স্হানীয় বাসিন্দা ও নিত্য যাত্রীরা । আজ সকালে সিআইটিইউ এর সদস্যরা অবিলম্বে সংস্কারের দাবি জানিয়ে লেনিন সরনী অবরোধ করেন । স্হানীয় বাসিন্দারাও অবরোধে যোগ দেন দেন । প্রতিবাদ জানিয়ে রাস্তার বড় বড় জলভরা গর্তে প্রতীকি মাছ ও কাঁকড়ার চাষ করা হয় । পরে জাল দিয়ে ধরা হয় সেই মাছ ও কাঁকড়া । পরে অবরোধ তুলে নেওয়া হয় । সিআইটিইউ এর পক্ষে পঙ্কজ রায় সরকার জানান যে অবিলম্বে রাস্তা সংস্কারের জন্য পুরসভা উদ্যোগী না হলে, পুরসভা অবরোধ করা হবে । অবরোধে উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,উত্তম শ্যাম,প্রনব পাল,সলিল বোস,সিদ্ধার্থ বোস প্রমুখ । 










No comments:

Post a Comment