Friday 10 July 2020

অবিলম্বে বাস সার্ভিস চালু,বেতন-চুক্তি সহ বকেয়া দাবিতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের বিশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচী ।




দুর্গাপুর,১০ই জুলাই : আজ দুপুরে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে এক গুচ্ছ দাবিতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের একটি  বিশাল মিছিল প্রয়োজনীয় স্বাস্হ্যবিধি মেনে দুর্গাপুর ইস্পাতের সিইও দপ্তরে যায় ও সেখানে বিক্ষোভ প্রদর্শন করে । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,প্রদ্যুৎ মুখার্জি ও সীমান্ত চ্যাটার্জি ।  
দীর্ঘদিন ধরে সিআইটিইউ এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের রুগ্নতা এড়াতে আধুনিকিকরন ও সম্প্রসারনের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছে না। পেট্রো পণ্য সহ বিভিন্ন নিত্যপ্রয়োজীয় জিনিষের লাগাতার মুল্য বৃদ্ধি ঘটলেও ডি.এ. কমছে অথচ এনজেসিএস এর আলোচনা সহ বেতন-চুক্তি গত ছয় বছর ধরে বকেয়া পরে আছে । গভীর আর্থিক সংকটের মুখোমুখি দুর্গাপুর ইস্পাত সহ সেইল-আরআইএনএল এর শ্রমিকরা। এখনও বকেয় বিগত এনজেসিএস এর বাড়ি-ভাতা সহ বিভিন্ন পাওনা-গণ্ডা। অন্যদিকে জমি-বাড়ি লিজ-লাইসেন্স,চিকিৎসা-জল-বিদ্যুৎ-রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয়ে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের লাগাতার টালবাহানায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে । এমন কি সিআইটিইউ এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মেইন হাসপাতালে কোভিড টেস্ট এর দাবি বারবার জানানো হলেও কর্তৃপক্ষ অগ্রাহ্য করে চলেছে । ফলে করোনা সংক্রমনের বিপদ বেড়েই চলেছে । এদিকে লকডাউনের শুরু থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক পরিবহনের বাস কর্তৃপক্ষ একক সিদ্ধান্তে বন্ধ করে দেওয়ায় মারাত্মক সমস্যার মুখোমুখি হয়েছেন শ্রমিকরা । ইতিমধ্যে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে । কিন্তু কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি । অথচ সেইলের বিভিন্ন ইউনিটে বাস চালু আছে । বক্তারা কর্তৃপক্ষ কে হুঁশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে বাস চালু সহ অন্যান্য দাবি না মানলে ঐক্যবদ্ধ ভাবে বৃহত্তর শ্রমিক আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা । বিক্ষোভ সমাবেশ চলাকালিন, ইউনিয়ন এর এক প্রতিনিধি দল সিইও দপ্তরে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেন ।












No comments:

Post a Comment