Sunday 5 July 2020

ইস্পাতনগরীতে জ্যোতি বসুর ১০৬-তম জন্মবার্ষিকি উপলক্ষ্যে রক্তদান শিবির ও অরণ্য-সপ্তাহ পালন করল সিআইটিইউ ।



দুর্গাপুর,৫ই জুলাই : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষ থেকে জ্যোতি বসুর ১০৬-তম জন্মবার্ষিকি ( ৮ই জুলাই ) উপলক্ষ্যে বি.টি.রণদিভে ভবনে রক্তদান শিবির ও অরণ্য-সপ্তাহ পালন করা হয় । চার জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন । দুর্গাপুর ইস্পাত কারখানার ফাউন্ড্রি বিভাগের শ্রমিক সন্দীপ সরকার আজকের রক্তদান শিবিরে তিনি তাঁর জীবনের ৫০-তম রক্তদান করলেন । ইউনিয়ন এর পক্ষ থেকে তাঁকে সহ প্রত্যেক রক্তদাতা কে স্মারক দিয়ে সম্বর্ধনা জানান । কেউ কেউ আজকের রক্তদান শিবিরে জীবনের প্রথম রক্তদান করেন । অন্যদিকে অরণ্য-সপ্তাহ উপলক্ষ্যে বি.টি.রণদিভে ভবনের প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয় । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,রথিন রায়,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,মলয় ভট্টাচার্য,দিপক ঘোষ প্রমুখ ।
সন্ধ্যায় বি.টি.রণদিভে এসএফআই ও  ইস্পাত শ্রমিকদের সন্তান-সন্ততিদের মধ্যে মতামত বিনিময়ের এক মনোজ্ঞ সভা অনুষ্ঠিত হয় । এসএফআই এর পক্ষে উপস্হিত ছিলেন রোহন শর্ম্মা সহ অন্যান্যরা । এছাড়াও উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়, বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর নেতৃবৃন্দ । 






.












No comments:

Post a Comment