Friday 31 July 2020

ইস্পাতনগরীতে পালিত হল মহান সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের ১৪০-তম জন্মবার্ষিকী।


দুর্গাপুর,৩১শে জুলাই : আজ মহান সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের ১৪০-তম জন্মবার্ষিকী । ইস্পাতনগরীতে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই মহান সাহিত্যিক কে স্মরণ করা হলো । মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে সকালে ট্রাঙ্ক রোড মোড়ে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,সীমান্ত তরফদার, সুভাষচন্দ্র মিশ্র, রাজেশ্বর মিশ্র,তারকেশ্বর পাণ্ডে,ললিত মিশ্র,স্বপন মজুমদার প্রমুখ । এই উপলক্ষ্যে মৃণাল ব্যানার্জির লেখা ,”বৈচিত্রের বোধন কালে” বইটি প্রকাশ করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । সন্ধ্যায় এই উপলক্ষ্যে চিত্তব্রত মজুমদার ভবনে মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । 











No comments:

Post a Comment