Wednesday 15 July 2020

করোনা সংক্রমন প্রতিরোধে যথাযথ ব্যবস্হা গ্রহনের দাবি জানাল সিপিআইএম।

Communist Party of India (Marxist) - Wikipedia




দুর্গাপুর,১৫ই জুলাই : ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল সহ দুর্গাপুরে আবারও করোনা সংক্রমন ছড়াচ্ছে । দুর্গাপুর কে ‘করোনা-মুক্ত’ বলে দাবি করেছিলেন এসডিও নিজেই । অথচ সেই খোদ এসডিও দপ্তরই করোনা সংক্রমিত হয়ে পড়ে । দুর্গাপুরে রাজ্য সরকারের উচ্চপদস্হ আমলরা করোনায় আক্রান্ত হয়েছেন । প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের অনুমোদিত দুর্গাপুরের একমাত্র কোভিড হাসপাতাল সনকার রোগী-পরিষেবার মান নিয়ে।এই নিয়ে দুর্গাপুরের মানুষের মধ্যে ভয়-ভীতি ও অস্হিরতা তৈরি হচ্ছে। এই বিষয়ে অবিলম্বে প্রতিকারের দাবি জানিয়ে আজ সন্ধ্যায় সিপিআইএম এর দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে এক যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি জমা দিয়ে প্রতিকারের দাবি জানান । প্রতিনিধি দলে ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ ও স্বপন সরকার । প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি ,সুরক্ষা বিধি যথাযথ লাগু ও যথাযথ স্যানিটাইজেশন করার ক্ষেত্রে গাফিলতি পরিলক্ষিত হচ্ছে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । কোয়ারেন্টাইনের জন্য প্রয়োজনীয় সরকারি বিধি কড়াকড়ি ভাবে পালনের ক্ষেত্রে শিথিলতা দেখানো হচ্ছে ।  ভীড় এড়ানো,মাস্ক পড়ার মত জরুরী নিয়মবিধি পালন করার ক্ষেত্রে প্রশাসনের যে নজরদারি থাকার কথা তা শিথিল হয়ে পড়েছে । এমন কি পুলিশের একাংশ এই শিথিলতার শিকার হয়ে পড়ছেন । অন্য দিকে কর্তব্যরত পুলিশ কর্মিদের করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার জন্য ও তাদের যথাবিহিত সুরক্ষার জন্য সিপিআইএম এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে । বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে হৃদরোগ-ডায়বেটিস-লিভার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের ভর্তি অথবা ডায়ালেসিস করতে প্রত্যাক্ষ্যান করা হচ্ছে । এই অবস্হা অবিলম্বে বন্ধ করার ও রোগীদের ভর্তির দাবি জানানো হয়েছে । একই সাথে কোভিড টেস্ট ও করোনার রাপিড টেস্ট বৃদ্ধি এবং উপসর্গ-যুক্ত,উপসর্গ বিহীন রুগীদের খবর সংগ্রহ ও খবর পেলে যথাযথ ব্যবস্হা গ্রহনের দাবি জানানো হয়েছে ।

No comments:

Post a Comment