Friday 17 July 2020

রেলের বেসরকারিকরনের বিরুদ্ধে দুর্গাপুরে যৌথ আন্দোলন ।




দুর্গাপুর,১৭ই জুলাই : যখন দেশ জুড়ে চলছে করোনা অতিমারীর তাণ্ডব,তখন ‘রাজনীতি নয়’ এই প্রচার চালিয়ে ভারতের স্বাধীনতার অন্যতম প্রতীক সরকারি ও রাষ্ট্রায়ত্ব সংস্হা গুলি কে বিক্রি করার উদ্যোগ নিয়েছে । ভারতের অন্যতম সরকারি পরিবহন যা বর্তমানে করোনা লকডাউনের সময়েও অন্যতম পরিবহন হিসাবে কাজ করেছে,সেই রেল কে ‘বি-রাষ্ট্রিকরন’ করে কর্পোরেট-বিদেশী পুঁজির হাতে তুলে দিতে চাইছে । ১৫১ টি ট্রেন বেসরকারি হাতে তুলে দিয়ে মোদি সরকার গন পরিবহন ক্ষেত্র কে লুঠের মৃগয়া ক্ষেত্র করতে চাইছে । ঠিক যেমন করে চলছে করোনা অতিমারীর জন্য ত্রান-রেশন অথবা রাজ্যে আম্ফান কে কেন্দ্র করে চলছে অবাধ লুঠ ।মোদি সরকারের এ হেন জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে রাজ্যের শাসক দল নিশ্চুপ । বেসরকারিকরনের বিরুদ্ধে লাগাতার লড়াই করছেন দুর্গাপুরের শ্রমিকরা । কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের দুর্গাপুরের কেন্দ্র ও রাজ্য এর বিভিন্ন রাষ্ট্রায়ত্ব সংস্হা বেসরকারিকরন করতে চাইছে । এর বিরুদ্ধে লড়াই এর ময়দানে গড়ে উঠেছে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ আন্দোলন – সেভ দুর্গাপুর । আজ রেলের বেসরকারিকরনের বিরুদ্ধে দুর্গাপুরে প্রতিবাদে নামলেন শ্রমিকরা । আজ বিকালে দুর্গাপুর স্টেশনে ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে রেল কে বেসরকারিকরন করার বিরুদ্ধে যৌথ বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা সামিল হলেন । সমাবেশে বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার ও বিশ্বরূপ ব্যানার্জি ( সিআইটিউ),স্বপন ব্যানার্জি ( আইএনটিইউসি ),প্রমুখ । বিক্ষোভ সমাবেশ চলাকালিন এক যৌথ প্রতিনিধি দল অবিলম্বে রেলের বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রি কে লেখা চিঠি দুর্গাপুর স্টেশনের কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর জন্য স্টেশন কর্তৃপক্ষের কাছে জমা দেন ।










No comments:

Post a Comment