Sunday, 31 July 2022

শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যায়ের খেলা শেষ হোল।

 


দুর্গাপুর,৩১শে জুলাই :আজ বিকালে, ইস্পাতনগরীর লাল ময়দানে,শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হোল। ভারতী ভলিবল ক্লাব ৫-১ গোলে দুর্গাপুর হিরোজ কে হারিয়ে দেয়। ভারতী ভলিবল ক্লাবের হয়ে সমীর মুর্মু ২টি এবং সুখদেব হেমব্রম,সঞ্জয় হাঁসদা ও রূপলাল টুডু ১ টি করে গোল করেন । দুর্গাপুর হিরোজের হয়ে একমাত্র গোল করেন জগন মুর্মু ।

 আগামী ৬ই আগষ্ট,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) পরিচালিত এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আমরা কজন বয়েজ ক্লাব বনাম ভারতী ভলিবল ক্লাবের মধ্যে।আজকে খেলা শুরুর প্রাক্কালে অতীত দিনের প্রখ্যাত ফুটবলার ও দুর্গাপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুকুট নাহা কে সংবর্ধনা জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে সম্মানিত করা হয়। উপস্হিত ছিলেন সুখময় বোস,চঞ্চল সমাজপতি,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জী প্রমুখ।









Saturday, 30 July 2022

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল বিশ্ব উষ্ণায়নের বিপদ সম্পর্কে আলোচনা সভা।

 


দুর্গাপুর,৩০শে জুন : আজ সন্ধ্যায়, ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর উদ্যোগে আয়োজিত হয়,” বিশ্ব উষ্ণায়ন – কারন,ফলাফল ও আমাদের কর্তব্য” শীর্ষক আলোচনা সভা। একমাত্র আলোচক ছিলেন ডঃ মৌ সেন। তিনি মাল্টি মিডিয়ার মাধ্যমে আলোচনা উপস্হাপনা করেন।সভাপতিত্ব করেন স্বপন মজুমদার । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সদস্যবৃন্দ । ইউনিয়ন এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে দুর্গাপুর শিল্পনগরী । স্বাভাবিক কারনে শিল্পজনিত পরিবেশ দূষন ও পুঁজিপতিদের লোভের শিকার  দুর্গাপুর শিল্পনগরীর বাসিন্দারা। তাই বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে জনমানসে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার আন্দোলন কে জোরদার করার লক্ষ্যে ইউনিয়ন এর পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।












Monday, 25 July 2022

ইস্পাতনগরীতে মিছিল।

 


দুর্গাপুর,২৫শে জুলাই : আজ বিকালে, আজ বিকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ ও ১ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ আহ্বানে রাজ্যের শাসক দলের লাগমছাড়া দূর্ণীতি,  মোদি সরকারে খাদ্যদ্রব্যের ওপরে জিএসটি চাপানোর প্রতিবাদে, মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারে ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল করা হয়। আশিস মার্কেট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে আশিস মার্কেটে শেষ হয় । উপস্হিত ছিলেন অজিত মন্ডল,সীমান্ত তরফদার সহ অন্যান্য নেতৃবৃন্দ । 















Saturday, 23 July 2022

কান টানো,মাথা ধরো,চোরেদের জেলে ভরো – ইস্পাতনগরীতে সিআইটিইউ এর ডাকে মিছিল ।

    


দুর্গাপুর,২৩শে জুলাই : আজ বিকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনের সামনে থেকে একটি বিশাল দূর্ণীতি-বিরোধী  মিছিল বেরিয়ে চন্ডিদাস বাজারে যায় । মিছিল থেকে অবিলম্বে রাজ্যে শিক্ষক-নিয়োগ সহ অন্যান্য দূর্ণীতে যুক্ত তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেপ্তার,মূল চাঁইদের গ্রেপ্তার এবং অন্যান্য দূর্ণীতি মামলায় সিবিআই-ইডির গড়িমসি কে তীব্র আক্রমন করে তৃণমূল-বিজেপির গোপন অশুভ আঁতাত  সম্পর্কে জনগন কে সচেতন করার আহ্বান জানানো হয় । মিছিলে ছিলেন সীমান্ত চ্যাটার্জী,প্রকাশতরু চক্রবর্তী,প্রদ্যুত মুখার্জি, সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । 


















Wednesday, 20 July 2022

খাদ্যদ্রব্যের ওপরে জিএসটি চাপানোর প্রতিবাদে পার্টির ডাকে মিছিল ।

 


দুর্গাপুর,২০শে জুলাই : আজ বিকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে মোদি সরকারে খাদ্যদ্রব্যের ওপরে জিএসটি চাপানোর প্রতিবাদে,লাগমছাড়া মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারে ব্যর্থতা ও তিস্তা শেতলাবাদ সহ প্রতিবাদীদের জেলে পাঠিয়ে অঘোষিত জরুরী অবস্হা জারি করার চেষ্টার প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল করা হয়। বি-জোন হেলথ সেন্টার থেকে মিছিল বেরিয়ে ডেভিড-তিলক মোড় অবধি মিছিল যায়।মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার, ,স্বপন ব্যানার্জী সহ অন্যান নেতৃবৃন্দ ।