Monday 11 July 2022

সেইল ও আরআইএনএল-এ বেতন-চুক্তির দাবিতে দীর্ঘস্হায়ী শ্রমিক আন্দোলনে ক্ষিপ্ত কর্তৃপক্ষের প্রতিহিংসাপরায়ন আচরন : পাল্টা আন্দোলন ।

 


দুর্গাপুর,১১ই জুলাই : সেইল ও আরআইএনএল-এ বেতন-চুক্তির দাবিতে দীর্ঘস্হায়ী শ্রমিক আন্দোলনে ক্ষিপ্ত কর্তৃপক্ষ প্রতিহিংসাপরায়ন আচরন করছে বলে অভিযোগ করে আজ সিআইটিইউ এর ডাকে সেইল ও আরআইএনএল-এ সর্বত্র বিক্ষোভ দেখালেন রাষ্ট্রায়ত্ব সেইল ও আরআইএনএল-এর স্হায়ী ও ঠিকা শ্রমিক-কর্মচারীবৃন্দ । বিগত ২০২১ সালের ২২শে অক্টোবর রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল- আরআইএনএল এর  শ্রমিকদের বেতন চুক্তির জন্য এনজেসিএস এর সভায় বেতন-চুক্তি করতে চেয়ে একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট স্বাক্ষর হয়।তিনটি কেন্দ্রিয় একটি স্হানীয় ট্রেড সই করে। সিআইটিইউ এই মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টে সই করেনি। মূল চুক্তি এখনো বাকি আছে।প্রসংগত,২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর স্হায়ী ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি বকেয়া হয়ে পড়ে আছে কর্তৃপক্ষের এই টালবাহনার বিরুদ্ধে বিগত ২০২১ সালের ১লা এপ্রিল থেকে ভিলাই,রাউরকেলা ও বার্ণপুরের ইস্কো কারখানায় স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়ে যায় ও উৎপাদন প্রায় স্তব্ধ হয়ে যায়।প্রতিহিংসাপরায়ন কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে ৩ জন শ্রমিক নেতা কে  সেইল এর অন্যত্র বদলি করে দেয়। ঐ বছরের ৩০শে জুন সিআইটিইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে ইস্পাত শ্রমিকদের ঐতিহাসিক ধর্মঘটে সম্পূর্ন স্তব্ধ হয়ে যায় সেইল-আরআইএনএল।ধর্মঘটের সাফল্যে ভীত কর্তৃপক্ষ সাসপেনসন মত প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলেও ইস্পাত শ্রমিকরা সম্মানজনক বেতন-চুক্তির দাবি আদায়ের জন্য অটল আছেন । বোকারোর তিনজন শ্রমিকের ওপর থেকে এখনো সাসপেনসন ওঠেনি । এই বছরের ২৫শে মে , সেইল ও আরআইএনএল-এ বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তির দাবিতে সেইল-আরআইএনএল-এ স্হায়ী ও ঠিকা শ্রমিকরা সর্বত্র তীব্র বিক্ষোভ দেখালে, বোকারোর দুই স্হায়ী শ্রমিকের দুটি করে ইনক্রিমেন্ট কেটে নেওয়া হয়। অবিলম্বে এই সাসপেনসন-বদলির মত প্রতিহিংসামূলক পদক্ষেপ প্রত্যাহার ও সম্মানজনক বেতন-চুক্তির দাবিতে আজ স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর ডাকে সেইল ও আরআইএনএল-এ সর্বত্র বিক্ষোভ দেখালেন রাষ্ট্রায়ত্ব সেইল ও আরআইএনএল-এর স্হায়ী ও ঠিকা শ্রমিক-কর্মচারীবৃন্দ । স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে ললিত মিশ্র একথা জানিয়ে বলেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত সিআইটিইউ  এর পক্ষ থেকে লড়াই চলবেই । এই দাবিতে আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) অফিসের সামনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,প্রদ্যুত মুখার্জি ,সৌরভ দত্ত, সন্দীপ পাল, প্রকাশতরু চক্রবর্তী ও নিমাই ঘোষ । একই দাবিতে,অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এম্পলিয়জ ইউনিয়ন (সিআইটিইউ) ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর যৌথ আহ্বানে বিক্ষোভ দেখান ঠিকা ও স্হায়ী শ্রমিকরা।




 

No comments:

Post a Comment