Tuesday 19 July 2022

রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তির আলোচনায় অগ্রগতি : ডিএসপি-এএসপিতে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৯শে জুলাই : আজ নয়া দিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প  সেইল ও আরআইএনএল এর এনজেসিএস এর সভায় বেতন-চুক্তি সংক্রান্ত আলোচনায় খানিকটা অগ্রগতি হয়েছে বলে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার(সিআইটিইউ)-এর পক্ষ থেকে ললিত  মিশ্র জানিয়েছেন ।তিনি জানিয়েছেন যে পে-স্কেল এর বিষয়ে সাব কমিটির চুড়ান্ত ফয়সালা এনজেসিএস গৃহীত হয়েছে এবং কর্তৃপক্ষ সেই প্রস্তাব দ্রুত কার্যকর করবে বলে জানিয়েছে । বকেয়া এরিয়ার এর বিষয়ে আগামী ৩ মাসের মধ্যে ফয়সালা করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। সিআইটিইউ ২০১৭ সালের ১লা জানুঃ থেকে বিনা শর্তে এরিয়ার এর দাবিতেই অটল আছে । ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তির ফয়সালার দাবিতে সিআইটিইউ অনড় আছে। এই বিষয়ে দ্রুত সভা ডেকে আলোচনার দাবি কর্তৃপক্ষ মেনেছে। স্হায়ী শ্রমিকদের শিক্ষানবীশকাল কে চাকুরী জীবনে সিনিয়ারিটিতে অন্তর্ভূক্ত করতে কর্তৃপক্ষ সম্মত হয়েছে । অন্যদিকে আন্দোলনরত শ্রমিকদের ওপর থেকে অবিলম্বে সমস্ত ধরনের দমন-পীড়নমূলক শাস্তি প্রত্যাহারের দাবিতে কর্তৃপক্ষের নঙর্থক মনোভাবের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সমস্ত ধরনের শাস্তি প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয় সিআইটিইউ ।এছড়াও এনপিএস চাপানো যাবে না,বেআইনীভাবে এনজেসিএস চুক্তি ভেঙ্গে ইস্পাত শ্রমিকদের গ্র্যাচুইটি সিলিং প্রত্যাহার করতে হবে, এইচআরএ দিতে হবে,ইত্যাদি দাবির অবিলম্বে ফয়সালার জম্য সিআইটিইউ আজকের সভায় সোচ্চার হয়।

এদিকে অবিলম্বে বেতন-চুক্তির সম্মানজনক ফয়সালা ও ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির আওতায় আনার দাবিতে আজও অ্যালয় স্টিল কারখানার মেইন গেটের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ও অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এমপ্লয়িজ ইউনিয়ন যৌথ আহ্বানে দলে দলে ইস্পাত শ্রমিক বিক্ষোভ দেখান । একই দাবিতে আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ও ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) অফিসের সামনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী,দেবাশীস পাল,প্রদ্যুৎ মুখার্জী ও আয়ান বাউরী । সমাবেশ চলাকালীন ইউনিয়ন এর এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তির দ্রুত ফয়সালার জন্য জোড়ালো দাবি জানান ।








No comments:

Post a Comment