Sunday 3 July 2022

পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর আন্দোলনের জয় : দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুনরায় চালু হোল রেলের ভাড়া ছাড় দেওয়ার শংসাপত্রের কাজ ।

 



দুর্গাপুর,৩রা জুলাই : রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর লাগাতার আন্দোলনের ফলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুনরায় চালু হোল রেলের ভাড়া ছাড় দেওয়ার শংসাপত্র দেওয়ার কাজ । রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার পক্ষ থেকে গৌতম ঘোষ (পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাজ্য কমিটির সদস্য ) ও মলয় জাসু যৌথ ভাবে জানিয়েছেন যে এরফলে দুর্গাপুর সহ পার্শ্ববর্তি অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের রেলের ভাড়া ছাড় পেতে যে হয়রানি হচ্ছিল তা বন্ধ হবে । গত ২০১৯ সালে কোভিড অতিমারী শুরু হলে,রেল চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় ,প্রতিবন্ধীদের জন্য রেলের ভাড়ায় ছাড় দেওয়ার শংসাপত্র দেওয়ার কাজ। পরে রেল চলাচল শুরু হলেও, দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেলের ভাড়া ছাড় দেওয়ার শংসাপত্র দেওয়ার কাজ পুনরায় চালু না করায় , রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার পক্ষ থেকে লাগাতার আন্দোলন শুরু হয় । যদিও জেলা হাসপাতালে এই শংসাপত্র দেওয়ার কাজ পুনরায় চালু হয়ে যায় । শেষ পর্যন্ত, রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার পক্ষ থেকে লাগাতার আন্দোলনের চাপে দুর্গাপুর মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষও শংসাপত্র দেওয়ার কাজ পুনরায় চালু করতে বাধ্য হয়েছে । আজ ইস্পাতনগরীর পাঁচ মাথা মোড়ের কাছে সংগঠনের দপ্তরে,সংগঠনের সদস্য সহ দুর্গাপুরের সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিবর্গের উদ্দ্যেশ্যে শংসাপত্র দেওয়ার কাজ পুনরায় চালু হওয়ার বার্তা পৌঁছে দেন সংগঠনের নেতৃত্ব ।

No comments:

Post a Comment